শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশেরঅনেক আগেই সব কিছু করে ফেলে

কামরুল হাসান মামুন

মাঝে মাঝে প্রশ্ন করি বয়স তো ৫০ বেশ কয়েক বছর আগেই পেরিয়ে এসেছি। কী করলাম জীবনে? যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশের অনেক আগেই সব কিছু করে ফেলে। বব মারলে বেঁচেছিলেন মাত্র ৩৬ বছর। এর মধ্যেই বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন। ১৯১৭ লেনিন যখন রাশিয়ায় বিপ্লব করেছিলেন তখন তার বয়স ৪৭। কাজী নজরুল তার ৪৩ বছর বয়সের মধ্যেই জীবনের যতো সৃষ্টিশীল কাজ করে ফেলেছিলেন। এর পরে তিনি যতোদিন বেঁচেছিলেন কোনো কাজ করতে পারেননি। কবি সুকান্ত ২১ বছরও বাঁচেননি। এর মধ্যেই এমন কাজ করে গিয়েছিলেন আমরা আজও তাকে মনে করি। আসলে যার হয় না ৯-এ তার ৯০-এও হয় না। কতোদিন ধরে ভাবছি মাস্টার্সে যেই কোর্সটি পড়াই সেটার উপর একটি বই প্রকাশ করবো। এই করবো করবো করছি আজ অনেক বছর যাবৎ কিন্তু হয়ে উঠছে না। আমাদের পরিবেশটাই না এমন যেখানে কাজের এফিসিয়েন্সি খুবই কম। সারাদিন মনে হয় খুব ব্যস্তই থাকি, কিন্তু দিন শেষে হিসেবে কষলে মনে হয় তেমন কিছুই তো করিনি। এমনিভাবে একটি একটি করে দিন চলে যাচ্ছে। এভাবেই না নিজের জন্য না দেশের জন্য কিছু না করেই হয়তো বিদায় নিতে হবে। মানুষ এতো কম বাঁচে? মনে হয় এই তো সেইদিন স্কুলে পড়েছি। বিশ্ববিদ্যালয়ের কথা গতকালকের ঘটনার মতো করে সব কিছু মনে পড়ে যায়। পদার্থবিজ্ঞানে কাজের যে একটি সংজ্ঞা শিখেছি সেই অনুযায়ী এফেক্টিভ ডিসপ্লেসমেন্ট কিছু না ঘটাতে পারলে জীবনটা তো ষোলো আনাই মিছে হয়ে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়