শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশেরঅনেক আগেই সব কিছু করে ফেলে

কামরুল হাসান মামুন

মাঝে মাঝে প্রশ্ন করি বয়স তো ৫০ বেশ কয়েক বছর আগেই পেরিয়ে এসেছি। কী করলাম জীবনে? যারা জীবনে বড় কিছু করে তারা পঞ্চাশের অনেক আগেই সব কিছু করে ফেলে। বব মারলে বেঁচেছিলেন মাত্র ৩৬ বছর। এর মধ্যেই বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন। ১৯১৭ লেনিন যখন রাশিয়ায় বিপ্লব করেছিলেন তখন তার বয়স ৪৭। কাজী নজরুল তার ৪৩ বছর বয়সের মধ্যেই জীবনের যতো সৃষ্টিশীল কাজ করে ফেলেছিলেন। এর পরে তিনি যতোদিন বেঁচেছিলেন কোনো কাজ করতে পারেননি। কবি সুকান্ত ২১ বছরও বাঁচেননি। এর মধ্যেই এমন কাজ করে গিয়েছিলেন আমরা আজও তাকে মনে করি। আসলে যার হয় না ৯-এ তার ৯০-এও হয় না। কতোদিন ধরে ভাবছি মাস্টার্সে যেই কোর্সটি পড়াই সেটার উপর একটি বই প্রকাশ করবো। এই করবো করবো করছি আজ অনেক বছর যাবৎ কিন্তু হয়ে উঠছে না। আমাদের পরিবেশটাই না এমন যেখানে কাজের এফিসিয়েন্সি খুবই কম। সারাদিন মনে হয় খুব ব্যস্তই থাকি, কিন্তু দিন শেষে হিসেবে কষলে মনে হয় তেমন কিছুই তো করিনি। এমনিভাবে একটি একটি করে দিন চলে যাচ্ছে। এভাবেই না নিজের জন্য না দেশের জন্য কিছু না করেই হয়তো বিদায় নিতে হবে। মানুষ এতো কম বাঁচে? মনে হয় এই তো সেইদিন স্কুলে পড়েছি। বিশ্ববিদ্যালয়ের কথা গতকালকের ঘটনার মতো করে সব কিছু মনে পড়ে যায়। পদার্থবিজ্ঞানে কাজের যে একটি সংজ্ঞা শিখেছি সেই অনুযায়ী এফেক্টিভ ডিসপ্লেসমেন্ট কিছু না ঘটাতে পারলে জীবনটা তো ষোলো আনাই মিছে হয়ে যাচ্ছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়