মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেছেন, রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করছে জামায়াত। সোমবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মো. হারুনুর রশীদ বলেন, “জামায়াত সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছে। তাদের রাজনৈতিক চরিত্র সঠিক নয়। দেশের বিশৃঙ্খলার জন্য দায় নিতে হবে জামায়াত-এনসিপিকে। ভারতে বসে শেখ হাসিনা ও তার সমর্থকরা দেশে ফিরে এসে অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করছে।”
তিনি দ্রুত অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, “দেশে এমপি বা চেয়ারম্যান নেই। ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগের। জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা জরুরি। এতে দেশের মঙ্গল-কল্যাণ নিশ্চিত হবে।”
হারুন পিআর (প্রোপরশনাল রেপ্রেজেন্টেশন) পদ্ধতিকে নিয়ে সতর্ক করে বলেন, “বাংলাদেশের মানুষ চাই অবাধ-সুষ্ঠু নির্বাচন। পিআর পদ্ধতি না জানার কারণে মানুষ বিভ্রান্ত। আবার নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত চলছে। দেশের স্বার্থে কোন অপশক্তির কাছে আপোষ করা হবে না।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা আব্দুল বারেক, এ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আমিনুল ইসলাম মতি, নজরুল ইসলাম, জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেলসহ আরও অনেকে।
সমাবেশ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।