হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও গোবিন্দপুর মাঠে (চকে) এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু সহ সালথা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর্, খাগৈর, খোয়াড়, সেনহাঁটি এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ১০০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। চায়না দুয়ারী জালের ফাঁস কারেন্ট জালের চাইতে সূক্ষ্ম এবং এতে মাছের পোনাসহ প্রায় সকল জলজপ্রাণী আটকা পড়ে যা জলজ বাস্তুসংস্থান ধ্বংসের জন্য দায়ী। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।