শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন যুক্ত ছিল। এই বিশেষ নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর আওতায় দেওয়া হয়, যা বার্ষিক ফ্লো ডিক্রির নির্ধারিত কোটার বাইরে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (কার্টা ব্লু) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই ভিসা কেবলমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। একটি নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই ভিসা মঞ্জুর হবে এমন নয়। আবেদনকারীর যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণসাপেক্ষে যাচাই করা হবে।

এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত। অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও সতর্ক করেছে, দালাল বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়তে। কারণ, তারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার আশ্বাস দিলেও, বৈধ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া এ ভিসায় ইতালিতে প্রবেশ সম্ভব নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়