শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ◈ এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ নির্বাচনী চ্যালেঞ্জ সবাই মিলে মোকাবেলা করতে হবে: ৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ক্ষমা পাবেন কিনা, যা বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ◈ পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা ◈ আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে যেসব এলাকায় ◈ ইতালিতে বাংলাদেশি অভিবাসী সংকট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের বৈঠক ◈ নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ আবারও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন সুখবর ◈ মেধা ও যোগ্যতায় মাহিন্দ্রা ও ট্রাক চালক বাবার স্বপ্ন পূরণের সারথি ওঁরা

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসী এই সমস্ত ব্যবসার মালিকদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার জটিয়ার বাড়ি থেকে ভাঙ্গারহাট বাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ দোকানঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন। অনেকে একাধিক দোকান ঘর তৈরি করে ভাড়া নিয়ে অর্থ উপার্জন করছেন।

জটিয়ার বাড়ি গ্রামের বেড়িবাঁধের শুরুর স্থানে সরকারি জমি দখল করে মাসুদ শেখ ১৩টি, শাহাদাৎ ঘরামী ৮টি, সেলিম গাজী ১টি, দেলোয়ার হোসেন ১টি, হাফিজ তালুকদার ১টি, আওলাদ হোসেন ৩টি, ফরিদ হোসেন ১টি, বাদল গাজী ১টি, জামাল গাজী ১টি এবং লায়েক মোল্লা ১টি দোকান ঘর নির্মাণ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, “উল্লেখিত ব্যক্তিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।”

তারা আরও উল্লেখ করেন, ভাঙ্গারহাট এলাকায়ও অনেক প্রভাবশালী ব্যক্তি বেড়িবাঁধের দু’পাশে সরকারি জমি দখল করে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এ ধরনের দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

দখলদার আওলাদ হোসেন বলেন, “আমার তিনটি দোকানের কিছু অংশ বেড়িবাঁধের জায়গায় পড়েছে। সরকারের পক্ষ থেকে জায়গা ছাড়ার নির্দেশ দিলে আমি তা পালন করব।”

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ জানান, “সম্প্রতি আমরা অবদারহাট, ঘাঘরবাজার ও উপজেলা সদরে অভিযান চালিয়ে সরকারি জমি দখল মুক্ত করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়