শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইল-রোহিতের রেকর্ডে নিজের নাম বসালেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৮-২০১৯ মৌসুমের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ের তান্ডব করেছেন আবাহনীর ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। বাংলাদেশের যত রেকর্ড সব তো ভেঙ্গেছেনই সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইল ও ভারতের রোহিত শর্মার পাশে নিজের নামটি বসিয়ে নিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দুর্লভ এ অর্জনের দিন নিজের নামের পাশে আরও অসংখ্য রেকর্ড যুক্ত করেছেন তিনি। যার অন্যতম একটি হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কা (১৬) হাঁকানোর কীর্তি।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জার্সিতে রোহিত শর্মা ১৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছিলেন। ভারতীয় এ ওপেনারের এ অর্জনের বছর দু’য়েক পর একই অর্জনের দেখা পান গেইলও। বাঁহাতি এ ব্যাটসম্যান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গড়েন এ কীর্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ১৬টি ছক্কা হাঁকান তিনি। একইবছর উইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সও পান একই স্বাদ।

লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি সংখ্যাক ছক্কা হাঁকানোর রেকর্ডটি অজি ক্রিকেটার ডি আর্চি শর্টের দখলে। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তার এ অর্জনের পরের অবস্থানে রয়েছেন জ্যারি স্নাইম্যান। ১৭টি ছক্কা অর্জনে রয়েছে এক ইনিংসে ১৭টি ছক্কা হাঁকানোর কীর্তি। ২০০৭ সালে আরব আমিরাতের বিপক্ষে এ অর্জনের দেখা পেয়েছিলেন নামিবিয়ার এ ব্যাটসম্যান।

এ’দিকে বাংলাদেশের লিস্ট ‘এ’ ইতিহাসে এতদিন এ রেকর্ডটি ছিল তিনজনের দখলে। ২০১৬ সালে প্রথমবারের মতো মাশরাফি বিন মুর্তজা ১১টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। এর দুই বছর পর মাশরাফির রেকর্ডে ভাগ বসান সৌম্য। আর এ তালিকায় সবশেষ সংযোজন ছিল সাইফ হাসান। তবে সবাইকে ছাপিয়ে অনন্য এ অর্জনটি এখন কেবল সৌম্যর দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়