শিরোনাম
◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস ◈ সুদানে আতঙ্ক, ফাশি শহ‌রের কসাই কে এই আবু লুলু?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইল-রোহিতের রেকর্ডে নিজের নাম বসালেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৮-২০১৯ মৌসুমের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ের তান্ডব করেছেন আবাহনীর ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। বাংলাদেশের যত রেকর্ড সব তো ভেঙ্গেছেনই সাথে ওয়েস্ট ইন্ডিজের ক্রিজ গেইল ও ভারতের রোহিত শর্মার পাশে নিজের নামটি বসিয়ে নিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দুর্লভ এ অর্জনের দিন নিজের নামের পাশে আরও অসংখ্য রেকর্ড যুক্ত করেছেন তিনি। যার অন্যতম একটি হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কা (১৬) হাঁকানোর কীর্তি।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জার্সিতে রোহিত শর্মা ১৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড করেছিলেন। ভারতীয় এ ওপেনারের এ অর্জনের বছর দু’য়েক পর একই অর্জনের দেখা পান গেইলও। বাঁহাতি এ ব্যাটসম্যান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গড়েন এ কীর্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে ১৬টি ছক্কা হাঁকান তিনি। একইবছর উইন্ডিজের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্সও পান একই স্বাদ।

লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি সংখ্যাক ছক্কা হাঁকানোর রেকর্ডটি অজি ক্রিকেটার ডি আর্চি শর্টের দখলে। ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। তার এ অর্জনের পরের অবস্থানে রয়েছেন জ্যারি স্নাইম্যান। ১৭টি ছক্কা অর্জনে রয়েছে এক ইনিংসে ১৭টি ছক্কা হাঁকানোর কীর্তি। ২০০৭ সালে আরব আমিরাতের বিপক্ষে এ অর্জনের দেখা পেয়েছিলেন নামিবিয়ার এ ব্যাটসম্যান।

এ’দিকে বাংলাদেশের লিস্ট ‘এ’ ইতিহাসে এতদিন এ রেকর্ডটি ছিল তিনজনের দখলে। ২০১৬ সালে প্রথমবারের মতো মাশরাফি বিন মুর্তজা ১১টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। এর দুই বছর পর মাশরাফির রেকর্ডে ভাগ বসান সৌম্য। আর এ তালিকায় সবশেষ সংযোজন ছিল সাইফ হাসান। তবে সবাইকে ছাপিয়ে অনন্য এ অর্জনটি এখন কেবল সৌম্যর দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়