শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াইয়ে নামার আগেই বাংলাদেশকে ফেভারিট মানছেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই মাঠে গড়াবে বঙ্গমাতা গোল্ড কাপের প্রথম আন্তর্জাতিক আসর। ছয় দেশের এ টুর্নামেন্টে খেলতে আসা দলগুলোর কোচদের মধ্যে তিন জনের চোখে ‘ফেভারিট’ বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কোচ শক্তিশালী মানছেন স্বাগতিকদের। কেবল কিরগিজস্তানের কোচ জানালেন টুর্নামেন্ট শুরু হলেই বোঝা যাবে ফেভারিট কে!

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ-আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গমাতা গোল্ড কাপের প্রথম আসর। ‘এ’ গ্রুপের তিন দল মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আছে আরব আমিরাত ও কিরগিজস্তান। রোববার কোচদের নিয়ে হওয়া সংবাদ সম্মেলনে উঠে এলো বাংলাদেশকে নিয়ে বাকি কোচদের ভাবনা।

‘এ’ গ্রুপের তিন দলের কোচের কাছে প্রশ্ন ছিল টুর্নামেন্টের ফেভারিট কারা? ধারাবাহিকভাবে তিন কোচই একবাক্যে বলেছেন বাংলাদেশের নাম। তাজিকিস্তানের কোচ লাপিতোভ কাওনাত অবশ্য আরও বলেছেন, ‘আমরা লম্বা সময় প্রস্তুতি নিয়ে এসেছি। আমি চাই আমার দল জিতুক।’

লাওস কোচ ভনমিসে সৌবৌয়াখাম বলেন, “অন্য দলগুলোর বিপক্ষে খেলতে পারব বলে আমরা খুশি।” আর মঙ্গোলিয়া কোচ কাওয়ামোতো নাওয়োকো জানান, টুর্নামেন্টের জন্য প্রস্তুত তারা।

২০১৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সেরা হওয়ার পথে কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে এবারের লড়াইয়ে কাউকেই ফেভারিট মনে করছেন না কিরগিজস্তানের কোচ নাতালিয়া জিয়াভোরোন্সকিয়া, ‘আমরা ভালো ম্যাচের আশা করি। দেখা যাক, খেলা শুরু হলে বোঝা যাবে ফেভারিট কে।’

আগের দিনের সংবাদ সম্মেলনে বঙ্গমাতা গোল্ড কাপ স্মরণীয় করে রাখার ঘোষণা দেওয়া বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনেরও দাবি তার দল ফেভারিট। ‘এই মেয়েদের অতীতের খেলাগুলো এবং ম্যাচের ফলগুলো যদি দেখেন…..বাংলাদেশ অবশ্যই ফেভারিট।’

(ছবি : আবু সুফিয়ান রতন)

  • সর্বশেষ
  • জনপ্রিয়