শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৮:৪৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে অভিনেত্রী নওশাবার আবেদন মঞ্জুর

বিনোদন প্রতিবেদক : গত বছর শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলাকালীন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্তপ্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। একইসঙ্গে আইনজীবী তার হাজিরা দিলেই চলবে বলে নির্দেশ দিয়েছেন।

গত বুধবার ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিলো। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন না দেওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসেন নতুন দিন নির্ধারণ করেন।

কাজী নওশাবা আহমেদ তার আইনজীবীর মাধ্যমে ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারায় নওশাবার অনুপস্থিতিতে  হাজিরা দিতে আদালতে অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। এরফলে তাকে আর আদালতে আসতে হবে না।

গত ১৫ জানুয়ারি নওশাবার উপস্থিতিতে আইনজীবী ইমরুল কাওসার স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে নওশাবার স্থায়ী জামিন আবেদন মঞ্জুর এবং একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ৩ মার্চ দিন ধার্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, গতবছর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট ফেসবুক লাইভে আসেন নওশাবা। ফেসবুক লাইভে তিনি বলেন, “জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে।”

সেই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এরকম কোনো ঘটনা ঘটেনি। এরপর পরে গুজব ছড়ানেরা অভিযোগে ওইদিন  রাতেই উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব।

এর পর দিন ৫ আগস্ট র‌্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নওশাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারপর তথ্যপ্রযুক্তি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

৫ আগস্ট চারদিনের   পুলিশ রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক। প্রথম দফায় রিমান্ড শেষে ১০ আগস্ট আবারও নওশাবাকে দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন একই অদালত। এরপর ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় নওশাবা সিএমএম আদালতে জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়