শিরোনাম

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো কিছু উদ্যেগ দেখছি কিছুদিনেই পরিবর্তনের আশা বললেন ইসলামী চিন্তাবিদ হাসান মাহমুদ

কেএম নাহিদ : টরেন্টো মুসলিম রিফর্ম এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ইসলামী চিন্তাবিদ হাসান মাহমুদ বলেন, সামগ্রিকভাবে বিচারহীনতার অপসংস্কৃতিতে ডুবে গেছে দেশ। ফেনীর নুসরাত হত্যা কেনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতি এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। ভালো কিছু উদ্যোগ দেখছি কিছু দিনের মধ্যে পরিবর্তনের আশা করছি। বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয় ঠেকানো বর্তমানের বড় চ্যালেঞ্জ। অসংখ্য মাফিয়া চক্র দেশকে গ্রাস করছে। অপরাধীদের সমর্থক আছে, পুলিশের, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় ক্যাডার। কবি নির্মরলেন্দ গুণ আন্দোলন করছেন। দেশের প্রজ্ঞাবানদের এগিয়ে আসাটা জরুরি। দেশের আইনজীবীরা ঘোষনা করেছেন তারা অপরাধীর পক্ষে দাঁড়াবেন না। সুপ্রিম কোর্ট বলছেন, ধর্ষিতার জবানবন্দী নেবেন মহিলা ম্যাজিসট্রেট। ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এগুলো সবই ভালো উদ্যোগ।

তিনি বলেন, ধর্ষণের ক্ষেত্রে পৃথক ট্রাইবুনাল করতে হবে। পৃথক তদন্ত টিম করতে হবে। তার মধ্যে মহিলা ম্যাজিসট্রেট থাকবেন। আলেম থাকবেন কারণ মাদ্রাসা একটা স্পর্শকাতর জায়গা। তদন্ত টিমের কাছে আবেদন করতে হবে অনলাইনে। যার কপি যাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। ধর্ষণ প্রমানিত হলে শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। তা আইন করে জাতিকে দেখাতে হবে। কোনো শিক্ষক ছাত্রীর সঙ্গে একা সাক্ষাত করতে পারবে না আইন করতে হবে। ভ্রাম্যমান টিম বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান করুন। মাদ্রাসার হোস্টেগুলোতে সিসি ক্যামেরা বসাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়