শিরোনাম
◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ কার স্বার্থে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা, জানতে চেয়েছে ইআরএফ ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নতুন নির্দেশনা ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:৩০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান-এমডিদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি

নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ও এমডি একসঙ্গে বিদেশ যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর ফলে এখন থেকে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ও এমডি একই সঙ্গে বিদেশ ভ্রমণ করতে পারবেন না। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে। রাইজিংবিডি

পরিপত্রে বলা হয়েছে, ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা বিভিন্ন সময়ে একসঙ্গে বিদেশ সফরে যান এবং কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘ সময় অবস্থান করেন। এর ফলে বিদেশ সফরের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত গ্রহণ করা হলেও তা মন্ত্রণালয়কে যথাসময়ে অবহিত করা হয় না এবং এমনকি অনেক ক্ষেত্রে জিও’র (সরকারি আদেশ) কপিও মন্ত্রণালয়ে পাঠানো হয় না।

পরিপত্রে বলা হয়েছে, দুইজন একই সঙ্গে বিদেশে অবস্থান করলে জরুরি প্রয়োজনে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা থাকে। এ অবস্থায় যেসব কর্মসূচিতে চেয়ারম্যান কিংবা এমডির অংশগ্রহণের বাধ্যবাধকতা নেই, সেখানে ডিএমডি বা যথোপযুক্ত পর্যায়ের অধীনস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারেন। এ পরিস্থিতিতে এখন কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও এমডি একই সময়ে বা একসঙ্গে বিদেশ সফরে যেতে পারবেন না। এ ক্ষেত্রে বিদেশে কার্য সম্পাদনের জন্য প্রয়োজনে অধীনস্থ সিনিয়র কর্মকর্তাদের পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়