শিরোনাম
◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ◈ বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে ◈ ইতালি গমনেচ্ছুদের জন্য সুখবর: বাংলাদেশ-ইতালি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত, বৈধ পথে কর্মী প্রেরণার দ্বার উন্মোচিত ◈ ভারতে আটক ৫ বাংলাদেশি, বললেন ‘আমরা শেখ হাসিনার দল করতাম’ ◈ বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সারজিস ◈ খায়রুল হকের জামিন শুনানি: ‘গণতন্ত্র ধ্বংসকারী’ মন্তব্যে এজলাস কক্ষে হট্টগোল-হাতাহাতি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলনে ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষে সবাই ব্যস্ত বছরের প্রথম দিনটি উৎযাপনে সেই সময়টিতে ব্যাট নিয়ে মাঠে অনুশীলন করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবল। তিনি অবশ্যই আগেই বলেছেন ক্রাইস্টচার্চ নিহতদের স্মরণে এই দিনটি উৎযাপন করবেন না। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর এই প্রথম ব্যাটিং করলেন তামিম।

রোববার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন তামিম। এদিন শুধু ফ্লিকারে থ্রো ডাউন খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান। নেটে তাকে সহায়তা করেছেন তার বয়সভিত্তিক ক্রিকেটের সতীর্থ ও এখন কোচিংয়ে নাম লেখানো হুমায়ুন কবির শাহিন।

নিজের মতো করে প্রস্তুতি অবশ্য আগেই শুরু করেছেন তামিম। নিউ জিল্যান্ড সফর থেকে ফিরে কিছুদিন ছিলেন বিশ্রামে। এরপর শুরু করেন রানিং ও জিম। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের করে দেওয়া সূচি মেনেই করেছেন ফিটনেস ট্রেনিং। এবার ফিরলেন ব্যাটিংয়ে।

২২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। তার আগ পর্যন্ত নিজেই অনুশীলন করে যাবেন। তামিম বলেন, ‘এক মাস পর ব্যাটিং করলাম। ভালো লাগছে। গত কিছুদিনে ফিটনেস ট্রেনিং করেছি। বিশ্রামে থাকায় ওজন যেটুকু বেড়েছিল, আবার ঝরিয়ে ফেলতে পেরেছি। ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। পাশাপাশি ব্যাটিংও করব।’

তিনি আরো বলেন, ‘দলের ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত আমার প্রস্তুতি মূল জোর থাকবে ফিটনেসেই। ব্যাটিংয়ে ২০ তারিখ পর্যন্ত শুধু থ্রো ডাউন খেলব। সুনির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কাজ করার ইচ্ছে আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়