শিরোনাম
◈ ই-কমার্সে প্রতারণা ঠেকাতে আসছে নতুন আইন, থাকছে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা ◈ বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবে: তারেক রহমান ◈ কী ছিল শি জিনপিংয়ের গোপন চিঠিতে, যার ফলে ভারত ও চীন সম্পর্কে বরফ গলে  ◈ নুরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক: প্রেস সচিব (ভিডিও) ◈ আইসিইউতে নুরুল হক নুর: সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক ◈ নুরকে হাসপাতালে দেখতে এসে অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ◈ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা ও বল প্রয়োগ করে: আইএসপিআর ◈ নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ পল্টনে ফের র.ক্তা.ক্ত সংঘর্ষ: হলুদ হেলমেটধারীরা কারা?" ◈ মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিবাহ মুক্ত করতে কুড়িগ্রাম সফরে সুইডেন রাষ্ট্রদূত

সৌরভ কুমার ঘোষ : ২০২১ সালের মধ্যে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে বাংলাদেশে নিযুক্ত সুইডেন রাষ্ট্রদূত মিস চারলোতা স্ক্লাইটার কুড়িগ্রাম সফর করেছেন।

মঙ্গলবার বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে তিনি চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এবং সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সাথে মতবিনিময় করেন।

সুইডেনের রাষ্ট্রদূতের দুইদিনের সফরকালে সোমবার সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে কুড়িগ্রামে আসেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম পর্যবেক্ষন করেন।

এসময় তাঁর সাথে ছিলেন, অ্যাম্বাসী অব সুইডেন এর সেকেন্ড সেক্রেটারি মিস ইলভা স্লাশটেন্ড এবং কন্ট্রোলার রিয়াজুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম পিপিএম, সিভিল সার্জন ডা. এস, এম আমিনুল ইসলাম, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

রাষ্ট্রদূত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মন্ডলপাড়া কিছামতিয়া দাখিল মাদরাসা পরিদর্শন এবং মাদ্রাসাটির ছাত্রীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। পরে তিনি ভোগডাঙ্গা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার যুব ফোরামের নারী সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও সুইডেনের রাষ্ট্রদূত মিস চারলোতা বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ অবদান রাখা রেডিও চিলমারী পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা, আরডিআরএস বংলাদেশের ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) হুমায়ুন খালেদ, হেড অব প্রোগ্রাম (ডেভেলপমেন্ট এন্ড কোয়ালিটি) মোহাম্মদ আব্দুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিভিশনাল ম্যানেজার ড. ঋশীকেষ সরকার, প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিবিএফজি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম অফিসের প্রজেক্ট ম্যানেজার তপন কুমার সাহা, স্টেশন ইনচার্জ বশির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়