শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীর পথ ধরে বাড়িতেই সন্তানের জন্ম দেবেন মেগান

লিহান লিমা: রাণী এলিজাবেথের পথ অনুসরণ করে রাজপ্রাসাদেই সন্তানের জন্ম দেবেন ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মের্কেল। ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার জন্য হাসপাতালের বদলে উইন্ডসরের কটেজকেই বেছে নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান দম্পতি। ডেইলি মেইল

বিয়ের পর কেনসিংটন প্যালেসে ‘ডিউক অব কেমব্রিজ’ প্রিন্স উইলিয়াম ও ‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটনের সঙ্গে থাকলেও এখন বার্কশায়ার এটেস্টের ফ্র্যাগমোর কটেজে থাকছেন হ্যারি-মেগান। বলেছেন, সন্তানের জন্য নিজস্ব পরিবেশ তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

মেগানের এক বন্ধু বলেছেন, ডাচেস নিয়মিত ইয়োগা করেন ও তিনি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। তাই গোপনিয়তার জন্য প্রথম পছন্দ হিসেবে কটেজকেই বেছে নিয়েছেন। তাছাড়া মেগানের খেয়াল রাখার জন্য প্রিন্স হ্যারি সবসময় তার সঙ্গেই রয়েছেন। যদিও মেগানের বড় জা কেট মিডলটন তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসের জন্মের জন্য লিন্ডো উইংয়ের সেন্ট মেরি হাসপাতালকেই বেছে নেন। প্রিন্সেস ডায়নাও দুই সন্তান উইলিয়াম-হ্যারিকে এই হাসপাতালে জন্ম দিয়েছেন। তবে রাণী এলিজাবেথ তার চার সন্তানের জন্ম দিয়েছেন বাকিংহাম প্যালেসে।

মেগানের প্রসবকালীন সময়ে তার পাশে থাকবে রাণীর ডাক্তার, সার্জন, গাইনোকলজিস্টরা। তবে এর আগে শোনা গিয়েছিলো,  রাণীর চিকিৎসক দল পছন্দ হয় নি মেগানের। কারণ তিনি সন্তান জন্মদানের সময় তার পাশে নারী ডাক্তার চান।  ডেইলি মেইল জানায়, সন্তানের জন্মের আগে হাসপাতালের চারদিকে গণমাধ্যম ও জনসাধারণের ভিড় পছন্দ নয় মেগানের। বিশেষ করে তার সন্তান যখন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকার ক্ষেত্রে অনেক দূরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়