শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের সামাজিক আন্দোলনগুলো যৌক্তিক, রাজনীতিকরা যা অনুধাবনে ব্যর্থ, বললেন অধ্যাপক মেসবাহ কামাল

নুর নাহার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, সামাজিক আন্দোলন খুবই জরুরি একটি বিষয়। নিরাপদ সড়কের দাবি, মাদক নির্মূল, নারী অধিকারসহ বিভিন্ন ইস্যুতেই সামাজিক আন্দোলন। আর এর প্রত্যেকটি ইস্যুই জনজীবনের জন্য গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিভেদ তৈরির কিছু নেই। ইনডিপেনডেন্ট টিভি

তিনি বলেন, সামাজিক আন্দোলন বিশেষ করে তখনি বেশি গুরুত্বপূর্ণ যখন রাজনীতি সমাজ থেকে অনেকখানি বিচ্ছিন্ন হয়ে যায়। জনসমাজের যে চাহিদা, সমস্যা, সংকট সমাধানের পথ যখন রাজনীতি ধারণ করতে পারে না তখন সামাজিক আন্দোলনগুলো নিজ রূপে আত্মপ্রকাশ করে। একটি সমস্যাকে বিচ্ছিন্নভাবে সামাজিক সমস্যা বলা যাবে না। তার পেছনে কোনো না কোনো রাজনৈতিক প্রশ্রয় থাকে।

তিনি আরো বলেন, সামাজিক আন্দোলনে একেকটি ইস্যু আলাদা আলাদা। যেমন, কোটা আন্দোলন একটি ইস্যু, গা ঘেঁষে দাঁড়াবেন না আরেকটি ইস্যু। প্রত্যেকটি ইস্যু জনসমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং জনসমাজে অন্তত একটি অংশের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তার মানে এর একটি মূল্যায়ণ রয়েছে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন হয়তো তারা এটিকে এড়িয়ে যেতে চান, অথবা যারা এর বিপরীত মতাবলম্বি। পুরুষ শাসিত সমাজে গা ঘেঁষে দাঁড়ানোর লোক তো কম নেই। এর মাধ্যমে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, নারীর যে নিপীড়ন, বহুমাত্রিক শোষন, নির্যাতন এ বিষয় গুলো ওতপ্রোতভাবে যুক্ত।

কাজেই এই একটি বক্তব্য দিয়ে নারীরা যদি তাদের প্রতিবাদকে সামনে নিয়ে আসে তা অপছন্দ করার মতো পুরুষের অভাব হবে না। এখানে প্রোফাইল গুরুত্বর্পূণ নয়, গুরুত্বর্পূণ হচ্ছে ইস্যুটি বোঝা এবং ন্যায্য ইস্যু হলে তার পাশে দাঁড়ানো। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যতো সামাজিক আন্দোলন রয়েছে সবগুলোই অত্যন্ত যৌক্তিক। এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই ইস্যুগুলো ধরতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়