শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ববি’র ভিসির পদত্যাগের দাবীতে এবার গণঅনশন

খোকন আহম্মেদ হীরা : ববি’র উপাচার্যের পদত্যাগের দাবীতে টানা আন্দোলনের ১১তম দিনে শুক্রবার গণঅনশন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় অবস্থান নিয়ে এ কর্মসূচী শুরু করেন শিক্ষার্থীরা তারা। যা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

অনশনরত শিক্ষার্থীরা জানায়, যতোদিনে তাদের দাবি অনুযায়ী ভিসি ড. এসএম ইমামুল হক স্বেচ্ছায় পদত্যাগ না করবে ততোদিন তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

সূত্রমতে, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রন না জানানোর প্রতিবাদ করে শিক্ষার্থীরা। এতে ভিসি শিক্ষার্থীদের কটুক্তি করে রাজাকারের বাচ্চা বলেন। এ কটুক্তির প্রতিবাদে ভিসির পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একপর্যায়ে ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট প্রশাসন। এরইমধ্যে গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার (ভিসি) পদত্যাগের দাবীতে একদফা আন্দোলন শুরু করেন। ৩১ মার্চ আবাসিক হলের শিক্ষার্থীদের ডাইনিং বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে গত ১ এপ্রিল আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিকে প্রত্যাহার করে নেয়ার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ৩ এপ্রিল শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর আগে ৩ এপ্রিল শিক্ষার্থীরা নিজেদের শরীরের রক্ত দিয়ে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ভিসি’র পদত্যাগ দাবির কথা লিখে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়