শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সোনালী ও রূপালী ব্যাংকের

রমজান আলী : কৃষি খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার আলোকে ঋণ বিতরণে বাধ্যবাধকতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সোনালী ও রূপালী ব্যাংক । চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সোনালী ব্যাংকের লক্ষ্যমাত্রার প্রায় ২৭ শতাংশ ও রূপালী ব্যাংক প্রায় ৯ শতাংশ কৃষিঋণ বিতরণ করতে পেরেছে। যদিও অন্য চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিতরণ লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে বিষয়টি জানা গেছে।

চলতি অর্থবছরের (২০১৮-১৯) ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কৃষিঋণের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক কৃষিঋণ বিতরণ করেছে ৩২০ কোটি ৯৭ লাখ টাকা। এ অর্থের মধ্যে শস্য খাতে ১৭৪ কোটি ৭১ লাখ, পশুসম্পদ ও পোলট্রিতে ১০ কোটি ১৮ লাখ, মৎস্য খাতে পাঁচ কোটি ২৮ লাখ, পণ্যগুদাম ও বাজারজাত খাতে ৪২ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচনে ১২৭ কোটি ৯৬ লাখ টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।

তথ্য বলছে, চলতি অর্থবছরে ব্যাংকটির মোট কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ২০০ কোটি টাকা। ছয় মাস পর্যন্ত বিতরণ করা ঋণের হার হচ্ছে ২৬ দশমিক ৭৫ শতাংশ। তবে এ সময়ে ব্যাংকটি কৃষি যন্ত্রপাতি ক্রয় বাবদ কোনো ঋণ বিতরণ করেনি।

অপরদিকে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ছয় মাসে অর্জিত হয়েছে ৯ দশমিক শূন্য ছয় শতাংশ। ব্যাংকটি গত জুলাই-ডিসেম্বর সময়ে মাত্র ৩৬ কোটি ২৪ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। এর মধ্যে দারিদ্র্য বিমোচন বাবদ ছিল ২৯ কোটি ১৩ লাখ টাকা। শস্য খাতে মাত্র এক কোটি ৭০ লাখ টাকা এবং বাকিটি কৃষি ও বিবিধ খাতে বিতরণ করেছে। যদিও চলতি অর্থবছরে ব্যাংকটির কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮০০ কোটি টাকা। সার্বিকভাবে গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বিতরণ করা হয়েছে ৪৬ দশমিক ৯৩ শতাংশ ঋণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়