শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্রষ্টা হয়তো ইসরায়েলকে রক্ষায় ট্রাম্পকে প্রেরণ করেছেন, বললেন পম্পেও

আব্দুর রাজ্জাক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, স্রষ্টা সম্ভবত ইসরায়েলকে রক্ষায়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেরণ করেছেন।’ ইসরায়েলের ওপর ইরানের সন্দেহভাজন হুমকি নিয়ে একটি খ্রিস্টান টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে শুক্রবার তিনি এ মন্তব্য করেন। এনডিটিভি, বিবিসি, সিএনএন

পম্পেও তার সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতেও যুক্তরাষ্ট্রের অনন্য ভূমিকার প্রশংসা করেন। ইরানের হুমকি থেকে ইসরায়েলকে বাঁচাতে ট্রাম্প এখনো ভূমিকা রাখছেন কিনা জানতে চাইলেই পম্পেও তাকে স্বর্গীয় ব্যক্তি হিসেবে তুলনা করেন।

ট্রাম্পকে স্বর্গীয় ব্যক্তিত্ব হিসেবে তুলনা এটিই প্রথম নয়। মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পকে স্রষ্টা নিজেই মনোনিত করেছেন বলে গত জানুয়ারিতে এক ধর্মীয় টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের বিরুদ্ধে দফায় দফায় অবরোধ আরোপসহ কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছেন। গত শুক্রবারও ইরানের ১৪জন ব্যক্তি ও ১৭টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন। এই ব্যক্তি ও সংগঠনগুলো ইরানের পরমাণু গবেষণার সঙ্গে সম্পৃক্ত ও তেহরানের কাছে পরমাণু অস্ত্র তৈরি নিয়ে জানতে চাইলে কোন জবাব না পাওয়ায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়