শিরোনাম
◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩ ◈ মাতৃভূমি অথবা মৃত্যু! দেশের এক ইঞ্চি মাটি ও ছেড়ে দেবো না: বিজিবি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের পর এনসিপি-জামায়াত বিভক্তি: শাহবাগে জাতীয় সংগীত ও বিতর্কিত স্লোগান ঘিরে তুমুল বিতণ্ডা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ জিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশি তারকাদের শোক

ডেস্ক রিপোর্ট : নিউ জিল্যান্ডের দুটি মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপরে বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন তিন বাংলাদেশিও। কয়েকজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সারাবিশ্ব। তারা এঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনার বিচার দাবি করেন। বিশ্ব নেতৃবৃন্দ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশি তারকারাও। কেউ কেউ নিজেদের ক্ষোভও প্রকাশ করেছেন। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, “যখন একজন খ্রিষ্টান ‘হোয়াইট সুপ্রিমেসিস্ট তথা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ মসজিদে ঢুকে হামলা চালায় এবং মানুষ হত্যা করে তখন পশ্চিমা মিডিয়া লিখে ‘মাস শুটিং বা নির্বিচারে গুলি’। আর যখন একজন মুসলিম হামলা চালায় এবং মানুষ হত্যা করে তখন প্রতিবেদন করা হয় ‘টেররিজম বা সন্ত্রাসবাদ’। হে পশ্চিমা মিডিয়ার বন্ধুরা, কখন আমরা দুই ধরনের হামলাকেই ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করব? তোমরা কি কখনো ভেবেছ যে, তোমাদের এ পক্ষপাতিত্ব বিশ্বব্যাপী (মুসলমানদের প্রতি) ঘৃণা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?”

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘নিন্দা জানানোর ভাষা নেই। নিউ জিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল নূর মসজিদসহ দুইটি মসজিদের হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করছি।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এ কেমন অমানবিকতা! কি ভয়ংকর ঠান্ডা মাথায় হত্যা। ভিডিও গেমকে হার মানায়! কি থেকে বাঁচল বাংলাদেশ ক্রিকেট টিম!’

বাংলাদেশি বংশোদ্ভূত তারকা সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আকতার প্রিয়তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘নিউ জিল্যান্ড-এর মতো শান্তিপূর্ণ একটি দেশের বুকে এই ভয়ংকর ঘটনা নতুন। ওরা কিছু বোঝার আগেই এই বীভৎস, দুর্বিষহ ঘটনা ঘটে গেল। আমার হৃদয় থেকে ভিকটিমদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । আসলে এই মর্মান্তিক ঘটনার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কারওর কাছে নেই। আর নিন্দা কাকে জানাব? জঙ্গিরা কি আর নিন্দার কথা পরোয়া করে মানুষ হত্যা করে? তাও কোনো পবিত্র দিনে, পবিত্র স্থানে। গত বছর হয়েছিল আমেরিকার এক চার্চে , আজ মসজিদে, তারপরে হয়তো হবে কোনো এক মন্দিরে। জঙ্গিদের কাছে ধর্ম কি আর জাত কি আর বর্ণ কি? ওরা ব্রেইন ওয়াশড, মস্তিষ্ক বিকৃত প্রাণী। কিছুটা স্বস্তির বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট টিম নিরাপদে আছে , তা না হলে হয়তো বিশ্বে যুদ্ধ নেমে যেত। নিরাপদে দেশে টিম ফিরুক এই কামনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়