শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী মম ও শিপন

আবু সুফিয়ান রতন : এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও শিপন মিত্র। তাদের নিয়ে নির্মিত হলো নতুন নাটক ‘স্বীকারোক্তি’। জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা ও প্রযোজক জাফরীন সাদিয়া বলেন, “একজন নারী হিসাবে আমি মনে করি প্রতিটা দিনই প্রতিটা নারীর জীবনে একটা বিশেষ দিন। নারী কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী তাই প্রত্যেকটি নারীকেই সম্মান দেয়া ও সুরক্ষিত পরিবেশ দেয়া আমাদের সবারই দায়িত্ব। অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নারী সাহসিকতার পরিচয় দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা দেশ ও জাতির কর্তব্য এমনি এক সাহসী নারীর গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।”

আগামী ১৫ই মার্চ বিশেষ নাটকটি প্রকাশিত হবে জাফরিন ষ্টুডিও ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় করে তৃপ্ত দুই অভিনয়শিল্পীও। মম বলেন, “স্ক্রিপ্ট পড়ে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে।” শিপন বলেন, “সুন্দর একটা গল্প। খুব ভালো লেগেছে কাজটা করে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি ভালোই হবে।”

নাটকটিতে তারা দু’জন ছাড়াও অভিনয় করেছেন জাহিদ ইসলাম, জাফরুল আবেদীন রকি, আতিকুর রহমান শিবলী, ফয়সাল রাব্বি, ফারুক প্রমুখ। রওনাকুর সালেহীন এর কথায় নাটকের গানের সংগীত আয়োজন করেছেন আবিদ আল ফয়সাল।

নির্মাতা রুবেল হাসানের ভাষ্যে, “আমাদের আশেপাশের কিছু ভালো মানুষরূপী মুখোশধারী ভদ্রলোকদের গল্প তুলে ধরেছি। সাহস করে যদি আমরা এগিয়ে না আসি তাহলে দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডগুলো আরো প্রখর হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়