শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী মম ও শিপন

আবু সুফিয়ান রতন : এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও শিপন মিত্র। তাদের নিয়ে নির্মিত হলো নতুন নাটক ‘স্বীকারোক্তি’। জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা ও প্রযোজক জাফরীন সাদিয়া বলেন, “একজন নারী হিসাবে আমি মনে করি প্রতিটা দিনই প্রতিটা নারীর জীবনে একটা বিশেষ দিন। নারী কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী তাই প্রত্যেকটি নারীকেই সম্মান দেয়া ও সুরক্ষিত পরিবেশ দেয়া আমাদের সবারই দায়িত্ব। অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নারী সাহসিকতার পরিচয় দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা দেশ ও জাতির কর্তব্য এমনি এক সাহসী নারীর গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।”

আগামী ১৫ই মার্চ বিশেষ নাটকটি প্রকাশিত হবে জাফরিন ষ্টুডিও ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় করে তৃপ্ত দুই অভিনয়শিল্পীও। মম বলেন, “স্ক্রিপ্ট পড়ে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে।” শিপন বলেন, “সুন্দর একটা গল্প। খুব ভালো লেগেছে কাজটা করে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি ভালোই হবে।”

নাটকটিতে তারা দু’জন ছাড়াও অভিনয় করেছেন জাহিদ ইসলাম, জাফরুল আবেদীন রকি, আতিকুর রহমান শিবলী, ফয়সাল রাব্বি, ফারুক প্রমুখ। রওনাকুর সালেহীন এর কথায় নাটকের গানের সংগীত আয়োজন করেছেন আবিদ আল ফয়সাল।

নির্মাতা রুবেল হাসানের ভাষ্যে, “আমাদের আশেপাশের কিছু ভালো মানুষরূপী মুখোশধারী ভদ্রলোকদের গল্প তুলে ধরেছি। সাহস করে যদি আমরা এগিয়ে না আসি তাহলে দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডগুলো আরো প্রখর হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়