শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী মম ও শিপন

আবু সুফিয়ান রতন : এই প্রথম নাটকে জুটিবদ্ধ হলেন দুই অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও শিপন মিত্র। তাদের নিয়ে নির্মিত হলো নতুন নাটক ‘স্বীকারোক্তি’। জাফরীন সাদিয়ার গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা ও প্রযোজক জাফরীন সাদিয়া বলেন, “একজন নারী হিসাবে আমি মনে করি প্রতিটা দিনই প্রতিটা নারীর জীবনে একটা বিশেষ দিন। নারী কখনো মা, কখনো বোন, কখনো প্রেমিকা, কখনো সহধর্মিনী তাই প্রত্যেকটি নারীকেই সম্মান দেয়া ও সুরক্ষিত পরিবেশ দেয়া আমাদের সবারই দায়িত্ব। অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করে যে নারী সাহসিকতার পরিচয় দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা দেশ ও জাতির কর্তব্য এমনি এক সাহসী নারীর গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।”

আগামী ১৫ই মার্চ বিশেষ নাটকটি প্রকাশিত হবে জাফরিন ষ্টুডিও ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় করে তৃপ্ত দুই অভিনয়শিল্পীও। মম বলেন, “স্ক্রিপ্ট পড়ে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে।” শিপন বলেন, “সুন্দর একটা গল্প। খুব ভালো লেগেছে কাজটা করে। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করছি ভালোই হবে।”

নাটকটিতে তারা দু’জন ছাড়াও অভিনয় করেছেন জাহিদ ইসলাম, জাফরুল আবেদীন রকি, আতিকুর রহমান শিবলী, ফয়সাল রাব্বি, ফারুক প্রমুখ। রওনাকুর সালেহীন এর কথায় নাটকের গানের সংগীত আয়োজন করেছেন আবিদ আল ফয়সাল।

নির্মাতা রুবেল হাসানের ভাষ্যে, “আমাদের আশেপাশের কিছু ভালো মানুষরূপী মুখোশধারী ভদ্রলোকদের গল্প তুলে ধরেছি। সাহস করে যদি আমরা এগিয়ে না আসি তাহলে দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডগুলো আরো প্রখর হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়