শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল নামছে ৭টি রুটে নতুন বাস, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুজিৎ নন্দী: ভারত থেকে আনা নতুন বাস ও ট্রাক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বহরে যুক্ত হচ্ছে সোমবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন আসা বাস ও ট্রাকগুলো দুপুর ১টা ১০ মিনিটে গণভবন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর চলতি সপ্তাহ থেকেই বাসগুলো রাজধানীর সড়কে সাতটি নতুন রুটে চলাচল শুরু করবে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ৬শ’ বাস ও ৫শ’ ট্রাকের মধ্যে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ৪২টি নন এসি, পাঁচটি এসি ও চারটি ডাবল ডেকার বাস। এছাড়া ২৫টি ১৬ টনের ও একশটি ১০ টনের ট্রাকও এসেছে ঢাকায়। ১৬ টনের ট্রাকগুলোর মধ্যে ১৫টি ঢাকায় রেখে বাকি ১০টি চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিআরটিসির বহরে যোগ হচ্ছে। নতুন রুটে চলাচলের জন্য মঙ্গলবার বিভিন্ন ডিপোতে রুটভিত্তিক বাসগুলো ভাগ করে দেওয়া হবে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া এ প্রতিবেদককে বলেন, কুড়িল-বাড্ডা রুটে এর আগে বিআরটিসি’র কোনো বাস ছিল না। বর্তমান ট্রাফিক অবস্থা বিবেচনা করে নতুন রুটগুলো সাজানো হচ্ছে। তবে সব রুটে একসঙ্গে বাস দেওয়া হবে না। চাহিদার বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার দেওয়া হবে।

নতুন ডাবল ডেকার বাসগুলো ৫২ সিটের। এগুলো ঢাকার রুটগুলোতে দেওয়া হবে। বাস আনার সঙ্গে সঙ্গে বাসের আরও ১০ শতাংশ যন্ত্রাংশ আনা হচ্ছে, যেন নষ্ট হলে বা মেরামতের প্রয়োজন পড়লে এগুলো ব্যবহার করা যায়। এছাড়া চালক ও বাস মেরামতকারীদের প্রশিক্ষণ দেবে বাস কোম্পানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়