সাইফুল টিটো : নায়কের বিয়ে বলে কথা। সে বিয়ে সিনেমার বাইরে হলেও থাকে শত শত ক্যামেরা। উপস্থিতি থাকে আরো শত শত তারকার। বিশাল আয়োজন! যা চলে দীর্ঘদিন ধরে। বেশ কিছুদিন ধরেই চলছিলো বাংলা চলচ্চিত্রের এসময়ের হিরো সিয়ামের বিয়ের আয়োজন।
গত বছরের বিজয় দিবসে সিয়াম বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবস্তিকে। এরপর চলেছে একের পর এক তাদের রিসেপশন। বিয়ের আড়াইমাস পর ১মার্চ(শুক্রবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকযমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বধু বরণ করে নিলো সিয়ামের পরিবার।
ডিসেম্বরে একটু সাদামাটা ভাবে শুধু দুইপরিবারের উপস্থিতিতে বিয়েটা সেরেছিলেন এই হিরো। আর মার্চের শুরুর দিনে বন্ধু, আত্মীয়-স্বজন ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের নিমন্ত্রণ দেয়া হয়েছিল। উপস্থিত ছিলেন ছোটপর্দা বড়পর্দার তারকারা।
বাংলার ঐতিহ্য পালকিতে চড়ে অনুষ্ঠানে প্রবেশ করেন শাম্মা। এসময়ে গানের তালে তালে অতিথিরা নাচেন। নববধু ওঠেন বিয়ের মঞ্চে। এরপর চলে বর-বেশে সিয়ামকে দেখার প্রতীক্ষা। কিন্তু সিয়াম এলেও গেটে আটকে দেয়া হয়। গেট ধরার পালা শেষ হওয়ার পর সিয়ামের দেখা পান তার স্ত্রী শাম্মা।
জানা যায় শাম্মা রুশাফি অবন্তি নায়ক সিয়ামেরই এক কাছের বন্ধুর ছোট বোন। তাদের পরিচয় নয় বছর আগেই আর প্রেমের বয়স সাত বছর। সেই প্রেম থেকে পরিনয় সূত্রে আবদ্ধ হন সিয়াম-শাম্মা।