আব্দুর রাজ্জাক : মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্যানেলে শুনানিতে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। ডেমোক্রেট নিয়ন্ত্রিত এই হাউজে স্থানীয় সময় বুধবারের শুনানিতে তিনি ট্রাম্পকে মিথ্যাবাদী ও বর্ণবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস
ইতোমধ্যেই মিথ্যে বলার জন্য মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হওয়া কোহেন শুনানিতে যা যা বলতে পারেন তার একটি সম্ভাব্য রুপরেখা দিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। তার অন্যতম হলো, ট্রাম্পকে কোহেন কর জালিয়াতি ও বর্ণবিদ্বেষমূলক ভাষা ব্যবহারের জন্য অভিযুক্ত করতে যাচ্ছেন।
কোহেনের সম্ভাব্য বক্তব্য নিয়ে ইতোমধ্যেই মন্তব্য করেছে হোয়াইট হাউজ। যে ব্যক্তি মার্কিন কংগ্রেসে মিথ্যা বলার জন্য ইতোম্যেই দোষী সাব্যস্ত হয়েছেন তাকে কিভাবে আবারো শুনানির জন্য ডাকা হয় বলে প্রশ্নও ছুড়ে দেয়া হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে।
৫২ বছর বয়সী কোহেন মার্কিন কংগ্রেসে অব্যাহতভাবে ৩ দিন মিথ্যা বলার জন্য গত বছর ৩ বছরের সাজায় দ-িত হয়েছেন। গত মঙ্গলবার নিউইয়র্কের সুপ্রিম কোর্ট বারে আইন চর্চায় সদস্যপদ থেকেও তাকে বরখাস্ত করা হয়েছে।