শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি ক্রিকেটারদের আইপিএল না খেলে পিএসএল বেছে নিতে বললো বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন বিশ্বের এমন অনেক তারকা ক্রিকেটারই পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলছেন। পিএসএলের চতুর্থ আসর মাতাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, ডোয়াইন ব্র্যাভো, সুনীল নারাইন, কার্লোস ব্রাথওয়েট, সন্দ্বীপ লামিচানে, কলিন ইনগ্রাম, আন্দ্রে রাসেলের মতো সুপারস্টাররা। তাদের আইপিএল না খেলে পিএসএল বেছে নিতে বললো ভারতীয় ক্রিকেট কন্ট্রোাল বোর্ড (বিসিসিআই)।

বর্বর কাশ্মীর হামলার পর পাকিস্তানকে কোণঠাসা করার পথে হাঁটছে ভারত। আটঘাঁট বেঁধে মাঠে-ময়দানে নেমেছে দেশটির সরকার। চিরশত্রু পড়শীদের সঙ্গে সবরকম ক্রীড়া সম্পর্ক ছিন্ন করতে চাইছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের ক্রিকেট থেকেই ছেঁটে দেয়ার পরিকল্পনা আঁটছে তারা।

তাতে সাঁয় দিচ্ছে বিসিসিআই। এরকম পরিস্থিতিতে বোর্ডের ভাষ্য, এবার ডি ভিলিয়ার্স-ব্র্যাভোরা বেছে নিক তারা পাকিস্তানে খেলবে নাকি ভারতে?

দেশটির সর্বোচ্চ আদালত নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) বিষয়টা নিয়ে আলোচনা করেছে। তবে বিদেশি ক্রিকেটারদের কাছে এই প্রস্তাব দেয়া কতটা যুক্তিসঙ্গত হবে তা নিয়ে ভাবছে কমিটি। কারণ বিসিসিআই এসব খেলোয়াড়দের নিয়ে আসে না। আনে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।

গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ৪০ সিআরপিএফ সদস্য নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানে ঘাঁটি গড়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বর্বর এই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিহাসের তলানিতে ঠেকেছে।

তীব্র প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে। পিএসএল সম্প্রচারের দায়িত্ব ছেড়ে দিয়েছে ভারতীয় বহুাতিক প্রতিষ্ঠান আইএমজি-রিলায়েন্স। ভারতের ইতিহাস বিজড়িত স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হচ্ছে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের দাবি উঠেছে। শুধু তাই নয়, বিশ্ব ক্রিকেট থেকে পাকদের নিশ্চিহ্ন করে দেয়ার ফন্দি আঁটছে ভারতীয়রা। -কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়