শিরোনাম
◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ শিক্ষা প্রতিষ্ঠানকে মাউশি’র নতুন নির্দেশনা ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন ◈ অটোরিকশা ঢাকার কোথায় চলবে, সুনির্দিষ্ট নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট ◈ ডেমরায় পুলিশের রাবার বুলেট-টিয়ারশেলে ছত্রভঙ্গ অটোরিকশা চালকরা ◈ তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হলেন লাই চিং-তে ◈ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঈদীর পুত্র উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী কারাগারে

খেলাফত হোসেন খসরু: মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর দেলওায়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সামছুল হক জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর রাত ১টার দিকে ইন্দুরকানি উপজেলার সাঈদখালী গ্রামের অহিদুজ্জমান খানের বাড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য জামায়াত-শিবির গোপন বৈঠক করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ঘটনাস্থল আসামীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ মো. ওবায়দুল্লাহ ও হাফেজ মো. জাকির হোসেন কে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাসুদ সাঈদী সাথে গোপন বৈঠক করছিল বলে জানায়। এ সময় অহিদুজ্জামানের বাড়িতে তল্লাশী চালিয়ে চারটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাসুদ সাঈদী কে প্রধান আসামী করে অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে ইন্দুরকানি থানার উপ পরিদর্শক (এসআই) অহিদুজ্জামন ফকির বাদী হয়ে “বিস্ফোরক দ্রব্য” আইনে একটি মামলা করেন।

মামলার পর হাইকোর্টের ৬ সপ্তাহের আন্তবর্তীকালীন জামিন শেষে নিম্ম আদালতে হাজিরা দিতে গেলে জামিন বাতিল করে মাসুদ সাঈদীকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয় বিজ্ঞ আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়