শিরোনাম
◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা ◈ নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইট করে প্রমাণ করলেন রায়না- বেঁচে আছেন

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরেই ভারতীয়দের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার মৃত্যুর খবর খুব ভালোভাবেই ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত রায়না নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে টুইটে ব্যাপারটা মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। ব্যাপারটি একইসাথে হাস্যরসের সৃষ্টি করছে আবার সচেতন মহলে তুলে ধরছে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারও।

কিছুদিন আগেই পরকালে পাড়ি জমানো শচীন টেন্ডুলকারের কোচ রমাকান্ত আচরেকারের মরদেহ বহন করার সময় শচীন ধরে রেখেছিলেন আচরেকারের কফিন। সেই ছবিটিই ভাইরাল করে বলা হচ্ছিল- রায়না মারা গেছেন এবং তার মরদেহ শেষকৃত্যের জন্য বয়ে নিচ্ছেন শচীন। রায়না জানিয়েছেন, যারা এসব স্পর্শকাতর ভুয়া খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

রায়না বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি, কিছু ভুয়া নিউজের মাধ্যমে আমার মৃত্যুর সংবাদ ছড়ানো হচ্ছে। আমি নাকি কার অ্যাকসিডেন্টে মারা গেছি। যা আমার পরিবার এবং বন্ধু মহলের মধ্যে দারুণ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। সবাই এটা নিয়ে যারপরনাই বিরক্ত।’

https://twitter.com/ImRaina/status/1094979552005246976

এসব বানয়াত ও ভুয়া খবর বিশ্বাস না করার আমন্ত্রণ জানিয়ে টুইট বার্তায় সুরেশ রায়না আরও বলেন, ‘দয়া করে আপনারা এ ধরনের নিউজকে বিশ্বাস করবেন না। এগুলো এড়িয়ে যান। আমি সত্যিই ভালো আছি। আমার কিছুই হয়নি। যেসব ইউটিউব চ্যানেল এসব ফেক নিউজ ছড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়