শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইট করে প্রমাণ করলেন রায়না- বেঁচে আছেন

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিন ধরেই ভারতীয়দের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সাবেক ক্রিকেটার সুরেশ রায়নার মৃত্যুর খবর খুব ভালোভাবেই ভাইরাল হয়েছে। শেষ পর্যন্ত রায়না নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে টুইটে ব্যাপারটা মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। ব্যাপারটি একইসাথে হাস্যরসের সৃষ্টি করছে আবার সচেতন মহলে তুলে ধরছে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারও।

কিছুদিন আগেই পরকালে পাড়ি জমানো শচীন টেন্ডুলকারের কোচ রমাকান্ত আচরেকারের মরদেহ বহন করার সময় শচীন ধরে রেখেছিলেন আচরেকারের কফিন। সেই ছবিটিই ভাইরাল করে বলা হচ্ছিল- রায়না মারা গেছেন এবং তার মরদেহ শেষকৃত্যের জন্য বয়ে নিচ্ছেন শচীন। রায়না জানিয়েছেন, যারা এসব স্পর্শকাতর ভুয়া খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

রায়না বলেন, ‘গত কয়েকদিন ধরে দেখছি, কিছু ভুয়া নিউজের মাধ্যমে আমার মৃত্যুর সংবাদ ছড়ানো হচ্ছে। আমি নাকি কার অ্যাকসিডেন্টে মারা গেছি। যা আমার পরিবার এবং বন্ধু মহলের মধ্যে দারুণ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। সবাই এটা নিয়ে যারপরনাই বিরক্ত।’

https://twitter.com/ImRaina/status/1094979552005246976

এসব বানয়াত ও ভুয়া খবর বিশ্বাস না করার আমন্ত্রণ জানিয়ে টুইট বার্তায় সুরেশ রায়না আরও বলেন, ‘দয়া করে আপনারা এ ধরনের নিউজকে বিশ্বাস করবেন না। এগুলো এড়িয়ে যান। আমি সত্যিই ভালো আছি। আমার কিছুই হয়নি। যেসব ইউটিউব চ্যানেল এসব ফেক নিউজ ছড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়