বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাহিদ সেক্রেটারী নিয়াজ
জাহিদুল ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূর উদ্দিন নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার নিয়াজ মাহমুদ। ১২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরুদ্দিন এ কমিটির অনুমোদন দেন।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতার্কিক সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরুদ্দিন এবং মডারেটর হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ। এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বাংলা বিভাগের প্রভাষক জয়নব বিনতে হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ রকিবুল ইসলাম,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, ফার্মাসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন
উল্লেখ্য, যুক্তিই হোক শক্তি স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।