শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে তথ্যবহুল বইয়ের চাহিদা কম নয়

হ্যাপি আক্তার : বইমেলায় গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে আছে দৈনন্দিন জীবনযাপনের তথ্যবহুল বিশেষ কিছু বই। পাঠকদের মন্তব্য, বইমেলায় এসে যাচাই করে কেনার সুযোগ থাকায় প্রতি বছরই নতুন নতুন বই সংগ্রহ করেন তারা। রান্না, জীবনী, উক্তি ও বাণী এবং স্বাস্থ্য বিষয়ক এ বইগুলোর ঘাটতি থাকে মেলা জুড়েই । সময় টেলিভিশন।

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে গুরুত্বপ‚র্ণ স্থান জুড়ে থাকে দেশ বিদেশের রান্না, কৃষি, মনীষীদের জীবনী ও বাণী, ভাষা শিক্ষা, ব্যায়াম, বিকল্প চিকিৎসার বইগুলো। যদিও শখের বশে অনেকেই বইগুলো কিনে থাকেন। মেলায় আগত পাঠকদের অভিযোগ, বড় প্রকাশনাগুলো জীবনযাপন সহায়ক বই না ছাপানোয় গুণগতমানের ব্যাপারে কিছুটা সন্দিহান রয়েছে। নির্দিষ্ট কোনো স্টল না থাকলেও পড়ায় বৈচিত্র্য আনতে বইগুলো সংগ্রহ করা হয়। 

প্রকাশকদের দাবি, ব্যক্তি চাহিদার ওপর নির্ভরশীল থাকায় জীবনযাপন সহায়ক বইগুলোর পাঠক সীমিত। তাই, অন্য বইয়ের সঙ্গে সমন্বয় করেই বিপণন করতে হয় আমাদের।

বিক্রেতারা বলছেন, মেলায় আগের মতো আর রান্নার বই বিক্রি হয় না। ফেসবুক আর ইউটিউব থেকে রান্না প্রণালী সংগ্রহের কারনে মেলায় রান্নার বই খুব কম যাচ্ছে। তবে ধর্মীয় বই এবার অন্য সময়ের তুলনায় ভালো বিক্রি হচ্ছে।  বই পড়ার সংস্কৃতি আরো গতিশীল করতে পারিবারিকভাবে উদ্যোগ নেয়ার আহŸান পাঠক-প্রকাশকদের। তাদের মতে, তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞানচর্চা, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য জীবনঘনিষ্ঠ বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়