শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে তথ্যবহুল বইয়ের চাহিদা কম নয়

হ্যাপি আক্তার : বইমেলায় গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে আছে দৈনন্দিন জীবনযাপনের তথ্যবহুল বিশেষ কিছু বই। পাঠকদের মন্তব্য, বইমেলায় এসে যাচাই করে কেনার সুযোগ থাকায় প্রতি বছরই নতুন নতুন বই সংগ্রহ করেন তারা। রান্না, জীবনী, উক্তি ও বাণী এবং স্বাস্থ্য বিষয়ক এ বইগুলোর ঘাটতি থাকে মেলা জুড়েই । সময় টেলিভিশন।

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে গুরুত্বপ‚র্ণ স্থান জুড়ে থাকে দেশ বিদেশের রান্না, কৃষি, মনীষীদের জীবনী ও বাণী, ভাষা শিক্ষা, ব্যায়াম, বিকল্প চিকিৎসার বইগুলো। যদিও শখের বশে অনেকেই বইগুলো কিনে থাকেন। মেলায় আগত পাঠকদের অভিযোগ, বড় প্রকাশনাগুলো জীবনযাপন সহায়ক বই না ছাপানোয় গুণগতমানের ব্যাপারে কিছুটা সন্দিহান রয়েছে। নির্দিষ্ট কোনো স্টল না থাকলেও পড়ায় বৈচিত্র্য আনতে বইগুলো সংগ্রহ করা হয়। 

প্রকাশকদের দাবি, ব্যক্তি চাহিদার ওপর নির্ভরশীল থাকায় জীবনযাপন সহায়ক বইগুলোর পাঠক সীমিত। তাই, অন্য বইয়ের সঙ্গে সমন্বয় করেই বিপণন করতে হয় আমাদের।

বিক্রেতারা বলছেন, মেলায় আগের মতো আর রান্নার বই বিক্রি হয় না। ফেসবুক আর ইউটিউব থেকে রান্না প্রণালী সংগ্রহের কারনে মেলায় রান্নার বই খুব কম যাচ্ছে। তবে ধর্মীয় বই এবার অন্য সময়ের তুলনায় ভালো বিক্রি হচ্ছে।  বই পড়ার সংস্কৃতি আরো গতিশীল করতে পারিবারিকভাবে উদ্যোগ নেয়ার আহŸান পাঠক-প্রকাশকদের। তাদের মতে, তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞানচর্চা, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য জীবনঘনিষ্ঠ বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়