শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে তথ্যবহুল বইয়ের চাহিদা কম নয়

হ্যাপি আক্তার : বইমেলায় গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে আছে দৈনন্দিন জীবনযাপনের তথ্যবহুল বিশেষ কিছু বই। পাঠকদের মন্তব্য, বইমেলায় এসে যাচাই করে কেনার সুযোগ থাকায় প্রতি বছরই নতুন নতুন বই সংগ্রহ করেন তারা। রান্না, জীবনী, উক্তি ও বাণী এবং স্বাস্থ্য বিষয়ক এ বইগুলোর ঘাটতি থাকে মেলা জুড়েই । সময় টেলিভিশন।

মেলায় গল্প কবিতা উপন্যাসের ভিড়ে গুরুত্বপ‚র্ণ স্থান জুড়ে থাকে দেশ বিদেশের রান্না, কৃষি, মনীষীদের জীবনী ও বাণী, ভাষা শিক্ষা, ব্যায়াম, বিকল্প চিকিৎসার বইগুলো। যদিও শখের বশে অনেকেই বইগুলো কিনে থাকেন। মেলায় আগত পাঠকদের অভিযোগ, বড় প্রকাশনাগুলো জীবনযাপন সহায়ক বই না ছাপানোয় গুণগতমানের ব্যাপারে কিছুটা সন্দিহান রয়েছে। নির্দিষ্ট কোনো স্টল না থাকলেও পড়ায় বৈচিত্র্য আনতে বইগুলো সংগ্রহ করা হয়। 

প্রকাশকদের দাবি, ব্যক্তি চাহিদার ওপর নির্ভরশীল থাকায় জীবনযাপন সহায়ক বইগুলোর পাঠক সীমিত। তাই, অন্য বইয়ের সঙ্গে সমন্বয় করেই বিপণন করতে হয় আমাদের।

বিক্রেতারা বলছেন, মেলায় আগের মতো আর রান্নার বই বিক্রি হয় না। ফেসবুক আর ইউটিউব থেকে রান্না প্রণালী সংগ্রহের কারনে মেলায় রান্নার বই খুব কম যাচ্ছে। তবে ধর্মীয় বই এবার অন্য সময়ের তুলনায় ভালো বিক্রি হচ্ছে।  বই পড়ার সংস্কৃতি আরো গতিশীল করতে পারিবারিকভাবে উদ্যোগ নেয়ার আহŸান পাঠক-প্রকাশকদের। তাদের মতে, তথ্যপ্রযুক্তির এ যুগেও জ্ঞানচর্চা, মানসিক প্রশান্তি ও আত্মশুদ্ধির জন্য জীবনঘনিষ্ঠ বইয়ের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়