শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচন বর্জন ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বাম ঐক্যে’র

রফিক আহমেদ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- মার্কসবাদী’র সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক কমরেড ডা. এম.এ সামাদ বলেছেন, সর্বস্তরের মানুষ ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য শাসক শ্রেণির বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। তিনি উপজেলা নির্বাচন বর্জন, দল হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ কমরেড নির্মল সেন মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

বাম ঐক্য’র সমন্বয়ক বলেন, বিগত সংসদ নির্বাচনের পূর্বেও আমরা দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছিলাম। বিগত ৭নভেম্বর বাম ঐক্য প্রধানমন্ত্রীর ডাকে সংলাপেও অংশগ্রহণ করেছিল। তিনি আশ^াস দিয়েছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা বিগত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু পুরো জাতি দেখলো বিগত নির্বাচনটি হয়েছে একটি প্রহসনমূলক নির্বাচন। নির্বাচনের নামে ভোটের আগের দিন রাতেই ভোট ডাকাতি হয়ে গিয়েছে। এই ভোট জনগণের দেওয়া ভোট না।

তিনি বলেন, এদেশে কোন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু হতে পারে না। তাই গণতান্ত্রিক বাম ঐক্য আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা দাবি করছি ভূয়া ভোটে নির্বাচিত বর্তমান সরকার অবিলম্বে পদত্যাগ করে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক কমরেড ডা. এম.এ সামাদ।

উপস্থিত ছিলেন বাম ঐক্য’র শরীক দল বাংলাদেশের সাম্যবাদী দল- এম.এল’র সম্পাদক কমরেড হারুন চৌধুরী, বাংলাদেশের মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাম ঐক্য দীর্ঘদিন যাবৎ যুদ্ধাপরাধীদের বিচার, দল হিসেবে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও তাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের দাবিতে আন্দোলন করে আসছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তির দাবিদার বর্তমান সরকার বিগত ১০ বছর যাবত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও অদ্যাবধি আমাদের দাবি মোতাবেক যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা দাবি করছি অবিলম্বে যুদ্ধাপরাধী জামায়াতকে দল হিসেবে রাজনীতিতে নিষিদ্ধ ও তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত কর হোক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদে আগামী বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহের কর্মসূচি গ্রহণ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়