শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ট দিতে গিয়ে গুরতর আহত ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করতে করতে গিয়ে ‘গুরুতর আহত’ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আজ সকালে এই দূর্ঘটনায় তারা গুরতর আহত হন বলে জানিয়েছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল

এ বিষয়ে নির্মাতা নেয়ামূল বেলা তিনটার দিকে আমাদের সময় ডট কমকে বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে এর ছবির শুটিং করছি গত ৬ ফেব্রুয়ারি থেকে। আজ মোটর সাইকেলের শর্ট ছিলো। মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুজনেই সিরিয়াস ভাবে আহত হয়েছেন। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে। প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্সরে করা হবে।

জানা গেছে, সকালে মোটর সাইকেলে করে পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। এসময় পেছনে ছিলেন নায়ক ফেরদৌস। শর্ট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে এ দূর্ঘটনার শিকার হন। পড়ে গিয়ে দুজনের আঘাত বেশ গুরুতর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এটি প্রযোজনা করছে ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মস। এ ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা ছাড়া আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

গত ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নে এর শুটিং শুরু হয়েছে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়