শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ট দিতে গিয়ে গুরতর আহত ফেরদৌস ও পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমার শুটিং করতে করতে গিয়ে ‘গুরুতর আহত’ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আজ সকালে এই দূর্ঘটনায় তারা গুরতর আহত হন বলে জানিয়েছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল

এ বিষয়ে নির্মাতা নেয়ামূল বেলা তিনটার দিকে আমাদের সময় ডট কমকে বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে এর ছবির শুটিং করছি গত ৬ ফেব্রুয়ারি থেকে। আজ মোটর সাইকেলের শর্ট ছিলো। মোটর সাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুজনেই সিরিয়াস ভাবে আহত হয়েছেন। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে। প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্সরে করা হবে।

জানা গেছে, সকালে মোটর সাইকেলে করে পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। এসময় পেছনে ছিলেন নায়ক ফেরদৌস। শর্ট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে এ দূর্ঘটনার শিকার হন। পড়ে গিয়ে দুজনের আঘাত বেশ গুরুতর।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এটি প্রযোজনা করছে ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মস। এ ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা ছাড়া আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

গত ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নে এর শুটিং শুরু হয়েছে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়