শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামসুজ্জামান দুদু বললেন, মানুষ আন্দোলন-অভ্যূত্থানের দিকে যাবে

মারুফুল আলম : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুটি স্বাভাবিক উপায়ে অবস্থার পরিবর্তন হয়। একটি নির্বাচন। অপরটি হলো আন্দোলন-অভ্যূত্থান। নির্বাচনকে তো আমাদের দেশ থেকে উঠিয়ে দেয়া হলো। স্বাভাবিক কারণেই মানুষ এখন দ্বিতীয় পথের দিকে ধাবিত হবে। রোববার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সদ্যসমাপ্ত নির্বাচনের দিন সকালে মানুষ ভোট দিতে গিয়েছিলো। কিন্তু রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে তাদের। তাদের কাছে এখন অজানা নয় যে, এ দেশে নির্বাচন বলে কিছু নেই।

তিনি বলেন, রাশেদ খান মেনন ইতিমধ্যে বলেছেন, আবর্জনা যদি গায়ে লাগে, তাহলে সবার গায়ে লেগেছে। তার মানে আবর্জনা লেগেছে। ইনু সাহেব বলেছেন, সংসদে ফরমাইসি বিরোধীদল ভালো কিছু বয়ে আনবে না। অর্থাৎ তাদের সঙ্গীরাও গত নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করছে না।

২০১৪ সালে বিএনপি অংশগ্রহণ করলে একটি ভালো নির্বাচন হতোÑগণমাধ্যমের এ ধরনের প্রচারণায় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় বলে মনে করেন তিনি। মনে হচ্ছিলো যেনো, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা আ.লীগকে পরাস্ত করতে পারতাম। ২০১৪ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা বলেছিলাম, দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে তৃণমূল নেতাকর্মীদের দল পরিবর্তনের সম্ভাবনা থেকে যায়। এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, আদর্শের দিক থেকে বা সংগঠনের পক্ষ থেকে ওপর থেকে নিচের লেভেল পর্যন্ত সবাই দৃঢ়ভাবে একমত যে, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তাই এখানে দল পরিবর্তনের সম্ভাবনাও নেই। ভোটার বা ভোটব্যাংক সবই আছে, তবে ভোট বলে কোনো জিনিস আমাদের দেশে নেই। সংগঠনকে শক্তিশালী করে একটি আন্দোলনমুখী চরিত্র ধারণ করতে হবে, বললেন বিএনপির এই নেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়