রবিন আকরাম: ক্ষমতাসীন জোটের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর একাংশের নেতা শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে তা সবাই জানেন। সবাই বুঝতে পেরেছেন ঘটনাটি কী হয়েছে। এরকম নির্বাচন হবে তা তো আমরা আগে বুঝতে পারিনি।
সম্প্রতি ডেইল স্টারের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পুরোপুরি একটি নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। প্রশাসনের লোকেরা এর সঙ্গে জড়িত ছিলেন বলেও মন্তব্য করেন আম্বিয়া।
নির্বাচনে অনিয়ম সম্পর্কে তিনি বলেন, ভোটের আগের রাতেই ভুয়া ভোটের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি করে রাখাসহ নানা অনিয়ম সংঘঠিত হয়েছে। সচরাচর নির্বাচনে যা হয় তার সবগুলোই হয়েছে।
মহাজোটের অংশ হিসেবেই নির্বাচন করার প্রসঙ্গে আম্বিয়া বলেন, এরকম নির্বাচন হবে তা তো আমরা আগে বুঝতে পারিনি। আমরা সবসময় সংবিধানিক প্রক্রিয়াটিকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছি।