শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়মের দায়ে ১৪ কেন্দ্র কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রনালয়কে কুমিল্লা শিক্ষা বোর্ডের চিঠি

মাহফুজ নান্টু: চলতি ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনই কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীদের মাঝে প্রশ্নপত্র বিতরণসহ অন্তত ১৪টি কেন্দ্রে বিভিন্ন অনিয়ম সৃষ্টি করে তালগোল পাকিয়ে ফেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ। আর এসব বিষয় আমলে নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ১৪ জন কেন্দ্র কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রনালয়কে চিঠি দিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া আজ শুক্রবার সকালে এ কথা নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি থেকে কুমিল্লাসহ দেশের সকল শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ওইদিন বাংলা প্রথম দিন পরীক্ষা হয়। পরীক্ষার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন অন্তত ১৪টি কেন্দ্র পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্ন সেট সরবরাহ এবং বিলম্বে প্রশ্নপত্র সরবরাহসহ দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ ওঠে। কেন্দ্রগুলোর হচ্ছে- কুমিল্লার চৌদ্দগ্রামের ২টি, দাউদকান্দির ১টি, দেবিদ্বারের ১টি, চাঁদপুরের হাজীগঞ্জের ১টি, কচুয়ার ১টি, মতলব উত্তরের ১টি, ব্রাহ্মণবাড়ীয়া সদরের ১টি, বাঞ্ছারামপুরের ১টি, নোয়াখালীর কোম্পানীগঞ্জের ১টি, সেনবাগের ১টি, ফেনী সদরের ১টি, পরশুরামের ১টি ও সোনাগাজীর ১টি।

এ ব্যাপারে বোর্ড কর্তৃপক্ষের গঠিত কমিটি তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পায়। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, বোর্ডের আওতাধীন যে সকল কেন্দ্রে এক সিলেবাসের প্রশ্নে অন্য সিলেবাসের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে সে সকল কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য ছক আকারে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সরকারি মাধ্যমিক-১, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) বরাবর চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়