শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ পাঁচ

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের মতো এবারও আইসিসি তাদের হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে পূর্বের জায়গা থেকে দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানটিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। শীর্ষ ১৫তে আবারও নিজের র‌্যাংকিং নিয়ে যেতে সক্ষম হলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
তামিমই উৎসাহ বাড়িয়ে দিয়েছিলেন মুশফিকের।

বর্তমানে ৭১২ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক রয়েছেন আইসিসি র‌্যাংকিংয়ের ১৪তম স্থানে। রেটিং পয়েন্টের হিসেবেও এটা মুশফিকের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। এর পূর্বে তার র‌্যাঙ্কিং ছিল ১৬। রেটিং পয়েন্ট ছিল ৭০২। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি র‌্যাংকিংয়ে সবার উপরে আছেন তিনি।

গত বছরে মুশফিকের ব্যাট হেসেছে নিয়মিতভাবেই। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, গত বছরে খেলা ১৯টি ওয়ানডেতে ব্যাট হাতে মুশফিক রান করেছেন ৭৪৯। গড় ছিল ৫৩.৫০, স্ট্রাইক রেট ছিল ৮২.৫৮। ৫টি অর্ধশতকের পাশাপাশি এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে খেলেছিলেন ১৪৪ রানের অসামান্য এক ইনিংস। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফর্মেন্সের পুরস্কারই যেন এই ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।

আইসিসির র‌্যাংকিংয়ে সমান রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকের পরেই অবস্থান করছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তবে তার রেটিং পয়েন্ট ৭৩৭ থেকে কমে দাঁড়িয়েছে ৭১২তে। আইসিসির প্রকাশিত এই র‌্যাংকিংয়ে মুশফিক-তামিমের পরে অবস্থান করছেন মহেন্দ্র সিং ধোনি, জস বাটলার, মার্টিন গাপটিল, ইয়ন মরগান, অ্যারন ফিঞ্চের মতো তারকা ব্যাটসম্যানরা।

৮৮৭ ও ৮৫৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিং তালিকার শীর্ষ দুই স্থানে আছেন যথাক্রমে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। ৮২১, ৮০৭ ও ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে ৩য়, ৪র্থ ও ৫ম স্থানে আছেন যথাক্রমে রস টেলর, জো রুট ও বাবর আজম।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী ব্যাটসম্যান:

১) মুশফিকুর রহিম- ১৪তম (রেটিং পয়েন্ট-৭১২)
২) তামিম ইকবাল- ১৫তম (রেটিং পয়েন্ট-৭১২)
৩) সাকিব-আল-হাসান- ৩২তম (রেটিং পয়েন্ট- ৬০৩)
৪) সৌম্য সরকার- ৪১তম (রেটিং পয়েন্ট- ৫৭৫)
৫) মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫তম (রেটিং পয়েন্ট- ৫৬২)

বোলিং র‌্যাংকিংয়ের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৯৫। শীর্ষ ২০ এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে মাশরাফি আছেন তালিকার ২৫তম স্থানে। তালিকার ১ম থেকে ৫ম স্থানে রয়েছেন যথাক্রমে জাসপ্রীত বুমরাহ, রাশিদ খান, ট্রেন্ট বোল্ট, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশী বোলার:

১) মুস্তাফিজুর রহমান- ৬ষ্ঠ (রেটিং পয়েন্ট- ৬৯৫)
২) মাশরাফি মুর্তজা- ২৫তম (রেটিং পয়েন্ট- ৫৯৩)
৩) সাকিব-আল-হাসান- ২৭তম (রেটিং পয়েন্ট- ৫৮৪)
৪) মেহেদী মিরাজ- ২৮তম (রেটিং পয়েন্ট- ৫৭৮)
৫) রুবেল হোসেন- ৫১তম (রেটিং পয়েন্ট- ৪৮৫)

ওয়ানডের অল-রাউন্ডার তালিকার ২য় স্থানে আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব-আল-হাসান। তার রেটিং পয়েন্ট ৩৫২। মাত্র এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। শীর্ষ ১০ এ নেই আর কোনো বাংলাদেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়