স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে আসার পর যে সবার নয়নের মনিতে পরিণত হয়েছেন তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। সান্তিয়াগো বার্নাব্যুর সবাই ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের পাশে খেলতে ভালোবাসে বলে জানিয়েছেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি।
সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে সবার প্রশংসা কুড়ান ১৮ বছর বয়সী ভিনিসিয়াস। একটি গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে অবদান রাখেন তিনি। ম্যাচটি ৩-০ গোলে জিতে রিয়াল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে গত বছরের জুলাইয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়া এই ফুটবলারের প্রশংসা করেন সোলারি।
তিনি বলেন, ‘ভিনিসিয়াস দারুণ একটা ম্যাচ খেলল এবং সান্তিয়াগো বার্নাব্যুতে প্রশংসিত হলো। সে আসায় এবং তার পারফরম্যান্সে আমরা উচ্ছ্বসিত। সবসময় সে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সমর্থন পেয়েছে। তারা তাকে ভালোবাসে এবং পরামর্শ দেয়।’
লিগে ২২ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সোলারির দল। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।