শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পর্ণ সাইট বন্ধের পিছনের নায়ক তিনি

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে পর্ণ সাইট নিয়ে আসক্তি যখন বেড়ে গেলো। তখন এক তরুন একের পর এক ফেসবুক পোস্ট করতে শুরু করতে লাগলেন। তার পোস্টের উত্তাপ যখন জনসমর্থন বাড়তে থাকে দিনের পর দিন, তা পৌছে যায় একসময় দেশের জাতীয় সংবাদমাধ্যমের কাছে। যে মানুষটি এই লড়াই চালিয়ে গিয়েছেন তিনি আরিফ রহমান শিবলী। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম "এ আর কিডস মিডিয়ার" প্রধান হিসেবে দেশের পাশাপাশি আন্তর্জাতিক সুনাম রয়েছে তার। পর্ণ সাইট শিশু- কিশোরদের মস্তিষ্ক কতটা বেপরোয়া করে তা তিনি যখন সিরিজ আকারে লিখতে থাকেন তখন-ই "বন্ধ হয়নি এখনো পর্ণ সাইট " শীর্ষক সংবাদ প্রকাশ করে দেশের জাতীয় বেশকিছু সংবাদ মাধ্যমের। টনক নড়ে উঠে সে সংবাদ প্রকাশের পর সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম তখন অল্পকিছু পর্ণ সাইট তখন বন্ধ করতে সমর্থ হয়। কিন্তু কিছুদিন না যেতে-ই পুনরায় সচল হয় দেশে পর্ণ সাইট গুলো। এইবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোস্তফা জব্বার " এইবার সেই লাগামহীন ঘোড়া নামক পর্ণ সাইট বন্ধ করতে সোচ্চার হোন দায়িত্ব গ্রহণের পরপর-ই।

এরমধ্যে বন্ধ হয়েছে ২৪২ টি পর্ণ সাইট আরও বন্ধ হবে বলে ঘোষণা দিয়েছেন মন্ত্রী মোস্তফা জব্বার। পর্ণ সাইট বাংলাদেশে বন্ধ করার জন্য অনলাইনে দীর্ঘদিন লড়াই করা সেই নায়ক আরিফ রহমান শিবলী। এই প্রতিবেদককে তিনি বলেন, বিশ্বাস করুন আজ যখন সংবাদটি দেখলাম নতুন মন্ত্রী পর্ণ সাইট বন্ধে তৎপর অনেক আনন্দ লাগছে।

যে শিশু কিশোরদের কন্ঠ সরকারের কাছে পৌছে দিতে কাজ করছি দীর্ঘদিন, তারা ই যখন পর্ণ আসক্তিতে ডুবে পড়ে তখন খারাপ লাগবে-ই। তবে! সাইটগুলো বন্ধের পাশাপাশি দেশের বিভিন্ন অলিতে-গলিতে গজিয়ে উঠা মোবাইল, কম্পিউটারে গান, ভিডিও ঢুকানো দোকানদারদের দিকে নজর দিতে মন্ত্রী মোস্তফা জব্বার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানান দক্ষিণ এশীয় অঞ্চলের এই কিডস মিডিয়া প্রধান। এইসময় এই প্রতিবেদককে আরিফ রহমান শিবলী আরও বলেন, মাদকের মত পর্ণ সাইট বন্ধের এই যুদ্ধে দেশের সকল অভিভাবক, শিশু কিশোরসহ সবার সমর্থন থাকবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়