শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বইমেলা : আমরা কি পারছি পাঠক তৈরি করতে?

সালেক খোকন : এখনো আমরা দেখি অনেক প্রকাশক বই বের করছেন মেলাকে ঘিরে। এই দায় লেখকেরও। মেলা ছাড়া বাকি সময়টাতে অধিকাংশ প্রকাশকই খুব কম বই বের করে। এতে মেলাকে ঘিরে নতুন বই প্রকাশের তোড়জোড়ে সম্পাদনার কাজটি একেবারেই হয় না। ফলে রঙচোঙা প্রচ্ছদ নিয়ে যে বইটি মেলায় প্রকাশিত হয়, সেটি পাঠককে তেমন আন্দোলিত করে না। বরং বই কিনে পাঠক প্রায়ই ঠকে যায়। এভাবে পাঠকও বইমেলায় মানসম্মত বই কেনা থেকে বঞ্চিত হচ্ছে।

যেকোনো লেখক তার পা-ুলিপিকে শ্রেষ্ঠ মনে করে। ওই পা-ুলিপির বিষয় বিবেচনা ও সম্পাদনা করে সেটিকে পাঠ উপযোগী করে উপস্থাপনের দায়িত্বটি থাকে প্রকাশকের। তা না হলে পাঠক প্রতারিত হবে এবং একসময় বইমেলা তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে।

দেশে সত্যিকারভাবে কী পাঠক বেড়েছে? কিংবা আমরা কী পারছি পাঠক তৈরি করতে? এই দায় যেমন রাষ্ট্রের, তেমনি প্রকাশকের এবং লেখকেরও। বইমেলায় বই বেরিয়েছে এমন নব্বইভাগ লেখকই নিয়মিত পত্রিকায় লিখেন না। ফলে লেখার মাধ্যমে পাঠক তৈরির যে চেষ্টা, তা থেকে তারা পিছিয়ে থাকেন। এমন লেখকের বই শুধু তার পরিচিতজনদের হাতেই সেলফি তোলার প্রয়োজনে শোভা পায়। প্রতিবছরের মতো এবারও বইমেলায় হাজার হাজার বই হয়তো প্রকাশিত হবে। কিন্তু তার মধ্যে কতোটি বই মানসম্পন্ন বাংলা একাডেমির উচিত সেটিও বের করে প্রকাশ করা। একইভাবে বইয়ের বিষয় নির্বাচন ও সম্পাদনা না করা হলে যতো বড় বইমেলার আয়োজনই করা হোক না কেন, শিল্প-সাহিত্যের তেমন কোনো উন্নতি ঘটবে না। বরং পাঠক একসময় প্রতারিত হওয়ার ভয়ে বইমেলা থেকে মুখ ফিরিয়ে নেবে। আর এর দায় বহন করতে হবে লেখক, প্রকাশক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। তাই এ বছর বইমেলায় আমাদের প্রত্যাশা একটাই বিক্রির সঙ্গে সঙ্গে ভালো মানের বইয়ের সংখ্যাও বাড়ুক। ভালো মানের বই থাকুক বইমেলায়। লেখক ও গবেষক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়