শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দুই ভুয়া পরীক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক:  নওগাঁর আত্রাইয়ে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (পক্সি) দিতে আসায় দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার আত্রাই উপজেলার দলিল লেখক সমিতি মাদরাসা থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।
আটকরা হলো, রাজশাহী জেলার বাগমারা থানার ক্ষুদ্রঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) ও বড়বিহালা গ্রামের আবু বক্করের ছেলে ফয়সাল আহমেদ (১৯)।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দলিল লেখক সমিতি মাদরাসায় পরীক্ষা শুরু হয়। আত্রাই উপজেলার বড়াইকুড়ি দাখিল মাদরাসার শিক্ষার্থী হামিদুল হক ও আব্দুর রউফের হয়ে মাসুদ রানা ও ফয়সাল আহমেদ নামে দুই যুবক দাখিল পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর কক্ষে দায়িত্বরত শিক্ষক উপস্থিতি তালিকায় স্বাক্ষর করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে ওই দুই যুবকের মিল পাচ্ছিলেন না। পরে কেন্দ্রে দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানকে জানানো হয়। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানাউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুয়া পরীক্ষার্থী মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর কেউ আছে কি না। পরে তার দেয়া তথ্যে অপরজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়