শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় দুই ভুয়া পরীক্ষার্থী আটক

অনলাইন ডেস্ক:  নওগাঁর আত্রাইয়ে চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (পক্সি) দিতে আসায় দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার আত্রাই উপজেলার দলিল লেখক সমিতি মাদরাসা থেকে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।
আটকরা হলো, রাজশাহী জেলার বাগমারা থানার ক্ষুদ্রঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) ও বড়বিহালা গ্রামের আবু বক্করের ছেলে ফয়সাল আহমেদ (১৯)।
পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, দ্বিতীয় দিনের মতো সকাল ১০টা থেকে দলিল লেখক সমিতি মাদরাসায় পরীক্ষা শুরু হয়। আত্রাই উপজেলার বড়াইকুড়ি দাখিল মাদরাসার শিক্ষার্থী হামিদুল হক ও আব্দুর রউফের হয়ে মাসুদ রানা ও ফয়সাল আহমেদ নামে দুই যুবক দাখিল পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর কক্ষে দায়িত্বরত শিক্ষক উপস্থিতি তালিকায় স্বাক্ষর করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে ওই দুই যুবকের মিল পাচ্ছিলেন না। পরে কেন্দ্রে দায়িত্বরত উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানকে জানানো হয়। এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানাউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুয়া পরীক্ষার্থী মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হয় আর কেউ আছে কি না। পরে তার দেয়া তথ্যে অপরজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়