শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারবহির্ভ‚ত হত্যার বিরোধী হলে আপনাকে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধেও কথা বলতে হবে, পিটিয়ে হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে

আলী রীয়াজ

আপনার হাতে মিডিয়া আছে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়াÑ আপনি তাই দিয়েই বিচার করছেন, যার হাতে রাষ্ট্র সমর্থিত অস্ত্র আছে সে বিচার করছে অস্ত্র দিয়ে, কয়েকজন একত্র হয়ে একজনের বিরুদ্ধে শক্তি দেখানোর সুযোগ মিলেছে তারা সেটাই করছেন ঐ ব্যক্তির ওপরেÑ এগুলোকে বলে ‘ট্রায়াল বাই মিডিয়া’, বিচারবহির্ভ‚ত হত্যা, মব জাস্টিস বা পিটিয়ে হত্যা। আর তার সঙ্গে যদি মিডিয়া ট্রায়ালকে বেশ ‘রসালো’ করা যাবে তাহলে আর এই সুযোগ কে ছাড়ে; যদি বিচারবহির্ভ‚ত হত্যাকে রাষ্ট্রের স্বার্থে, দেশপ্রেম বা সমাজ রক্ষার হাতিয়ার বলে দাবি করা যায় তবে তাকে সমর্থন করার লোকের অভাব হয় না; পিটিয়ে হত্যার জন্যে যদি আক্রান্তকে অপরাধী বলে একবার উঁচু গলায় বলতে পারেন তা হলেই হলো। এগুলো কি ভিন্ন ভিন্ন বিষয়? এগুলো একই ধরনের বিষয়Ñ নাগরিকের বিচার পাবার অধিকার থেকে বঞ্চিত করার উপায়, সকলের সমতার ধারণা না থাকার বিষয় এবং উগ্রপন্থা অনুসরণের বিষয়। ‘ট্রায়াল বাই মিডিয়া’র উদাহরণ তো প্রতিদিনের ঘটনা। কে কী বলেছে তার সঙ্গে আরেকটু রং চড়িয়ে দশজন কে জানান দিন। প্রমাণ না থাকুক আপনার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে অতএব হেনস্থা করুন। কে কীভাবে নাগরিকের কোন অধিকার হরণ করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার ব্যক্তিগত আপালচারিতা জোগাড় করেছে সেটা নিয়ে প্রশ্ন না তুলে, তাকে চ্যালেঞ্জ না করে বরঞ্চ ঐসব অডিও/ভিডিও টেপ কিংবা বর্ণনা তথ্য, সংবাদ বলে প্রচারের কাজে নেমে পড়ার ঘটনা বিষয়ে তো বিস্তারিত বলার দরকার হয় না। আমরা একটাতে অংশ নিয়ে অন্যটাকে বৈধতা দিচ্ছি; আপনি যদি বিচারবহির্ভ‚ত হত্যার বিরোধী হন তবে আপনাকে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধেও কথা বলতে হবে, আপনাকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে। এখানে সিলেক্টিভ হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য; একটা বিচারবভির্ভ‚ত হত্যার বিরুদ্ধে কিন্তু আরেকটার পক্ষে যেমন আপনি হতে পারেন না, তেমনি আজকের মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কিন্তু আগামীকাল আরেক ঘটনায় পক্ষে তাও অনৈতিক। যতক্ষণ না পর্যন্ত আপনি-আমি একটা সুনির্দিষ্ট অবস্থান থেকে এই সবগুলোর বিরুদ্ধে কথা বলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কথাগুলো মনে হবে স্বার্থ প্রণোদিত বা চমকদারির লোভ-প্রসূত। আর যদি নিতান্তই স্বার্থপরভাবে বিবেচনা করেন তবে বলি, আজকে আপনি মিডিয়া ট্রায়ালে অংশ নিচ্ছেন কালকে আপনিই যে তার ভিক্টিম হবেন নাÑ তার কোনো নিশ্চয়তা নেই, দুর্ভাগ্য হলে আপনি হয়তো অন্য যে দুটি বিষয় বললাম তারও শিকার হতে পারেন। আমি আশা করি আপনি তা হবেন না। ফেসবুক থেকে। সম্পাদনা : আলমগীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়