শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৬ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফিসে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করবে রোবট

মারুফুল আলম : অফিসের নিরাপত্তার জন্য রক্ষীর প্রয়োজন নেই আর। একটি রোবটই দিন-রাত আপনার অফিসের সবকিছু পাহারা দেবে। সূত্র: ভয়েস অব আমেরিকা। একজন নিরাপত্তা রক্ষীর দায়িত্ব হচ্ছে, যে কোনো ঘর বা কক্ষ ঘুরে ঘুরে দেখা, সতর্ক থাকা এবং অস্বাভাবিক কিছু চোখে পড়লে তা খতিয়ে দেখা। আর এসব দায়িত্ব পালন করছে কোভল্ট নামে একটি রোবট।

কোভল্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা ট্রেবেজ ডেইল বললেন, এটি মূলত অসাধারণ সেন্সর এবং স্বয়ংক্রিয় গাড়ির সমন্বয়, যা আপনার ঘরের মধ্যে ঘুরে বেড়াবে। এটি স্বাভাবিক অবস্থার ওপর একটি মডেল তৈরি করবে এবং এরপর অস্বাভাবিক অবস্থার সন্ধান করবে। যন্ত্রটি এসব করে বৃহৎ আকারের সেন্সরিং এর মাধ্যমে।

এই যন্ত্রটি দেখতে অনেকটা অফিসের আসবাব পত্রের মতোই মনে হয়। এর বাইরের অংশের নরম ফেব্রিকটি হচ্ছে, চলমান নিরাপত্তা ব্যবস্থা, যার সঙ্গে যুক্ত রয়েছে ৭টিরও বেশি সেন্সর। যা তাপ, আদ্রতা, ধোঁয়া, মানুষ সবই চিহ্নিত করতে পারে এবং যন্ত্রটির চারিদিকে ক্যামেরা থাকায় তা সবদিকেই নজর রাখতে পারে। আর মাইক্রোফোন ও অস্বাভাবিক শব্দ চিহ্নিত করতে পারে।

ট্রেবেজ ডেইল বললেন, এটি মূলত একটি স্বয়ংক্রিয় গাড়ির মতো। ক্যামেরা ও অন্যান্য সেন্সর বাধাগুলি শনাক্ত করতে পারে। যাতে রোবটটি ঘরের মধ্যে চলাফেরা করতে পারে। আর রোবটটি অফিসের অভ্যন্তরে একটি মডেল তৈরি করে। এরপর মডেলের সঙ্গে মিল নেই, এমন জিনিসের সন্ধান করে। যেমন একজন অপরিচিত মানুষ যদি অফিসে আসেন, একটি দরজা বা জানালা হঠাৎ করে খুলে যায় ইত্যাদি।

এমনকি এটি কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের নির্গমনকেও চিহ্নিত করতে পারে। রোবটটি যদি অস্বাভাবিক কিছু দেখে, তাহলে তার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে। তখনই একজন বিশেষজ্ঞ রোবটে থাকা স্ক্রিনে চলে আসেন। তারপর সমস্যার সমাধান করেন। যেমন রোবটটি বোয়ান নামে এক ব্যক্তিকে দেখলো। রোবট একজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করলো, অতঃপর বিশেষজ্ঞ রোবটে থাকা স্ক্রিনে এসে ওই ব্যক্তির কাছে তার পরিচয় জানতে চাইলো। ওই ব্যক্তি জানালো যে, তার নাম বোয়ন।

কোভল্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, প্রত্যেকবার ভাবের আদান-প্রদানের মধ্য দিয়ে রোবটটি শিখছে। যেমন রোবটটি অফিসের এই স্থান থেকে সরে যাবার সময় বলতে শুরু করবে যে, আমি মনে করি, আমি একজন অনুপ্রবেশকারীকে দেখেছি। রোবটটি ওই স্থানে বসে থাকা বোয়ানকে চিহ্নিত করতে পারবে এবং মিথ্যে এলার্ম থামাতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়