শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী বললেন, বিএনপি পুনঃনির্বাচন চাইতে পারে আবার আওয়ামী লীগ না করতে পারে এতে জনগণের কিছু যায় আসে না

খায়রুল আলম : সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী বলেছেন, বিএনপি যেহেতু একাদশ নির্বাচন মেনে নেয়নি এবং নির্বাচনটি অগ্রহণযোগ্য মনে করে যেহেতু তারা পুনঃনির্বাচনের দাবি করতেই পারে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, সরকার যেহেতু বলছে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে, তাদের  পক্ষ থেকে বলবে পুনঃনির্বাচন হবে না। আমরা জনগণ, দেবো না, দিতে হবে-এমনটি শুনতে শুনতে যাবো। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। আমাদের দেশের রাজনীতি এমনই। একজন এক কথা বললে অন্যজন অন্য কথা বলে। কারণ আমাদের দেশে রাজনৈতিক কাঠামো নেই বা থাকলেও দুর্বল। জনগণের কাছেও রাজনৈতিক দলগুলোর গুরুত্ব কম। আবার রাজনৈতিক দলের কাছেও জনগণের গুরুত্ব কম। আমাদের হচ্ছে প্রশাসনিক রাষ্ট্র। রাজনীতিক ব্যক্তিরা কী বললো না বললো এটি নিয়ে জনগণ এখন আর মাথা ঘামায় না। বিএনপি এখন পুনঃনির্বাচন চাইতে পারে, আবার আওয়ামী লীগ না করতে পারে, এতে জনগণের কিছু যায় আসে না। জনগণ এটি নিয়ে কোনো আলোচনাও করে না। এগুলো রাজনৈতিক দলের ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে। এসব বিষয় জনগণ আর নিজের সমস্যা হিসেবে দেখে বলে আমার মনে হয় না। গণমাধ্যম আর রাজনীতিবিদরা মনে করে আন্দোলন করতে গেলে জনগণের সাপোর্ট লাগে। কিন্তু জনগণ এটি আর বিশ্বাস করে বলে আমার মনে হয় না। কারণ রাজনীতি তো জনগণকে খাওয়ায় না, পরায় না, নিরাপত্তা দেয় না। তাই তারা কেন রাজনীতি নিয়ে এতো আগ্রহ দেখাবে? দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক এই নিয়ে জনগণের বিশেষ কোনো চিন্তা আছে বলেও আমি মনে করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়