শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী বললেন, বিএনপি পুনঃনির্বাচন চাইতে পারে আবার আওয়ামী লীগ না করতে পারে এতে জনগণের কিছু যায় আসে না

খায়রুল আলম : সিনিয়র সাংবাদিক আফসান চৌধুরী বলেছেন, বিএনপি যেহেতু একাদশ নির্বাচন মেনে নেয়নি এবং নির্বাচনটি অগ্রহণযোগ্য মনে করে যেহেতু তারা পুনঃনির্বাচনের দাবি করতেই পারে।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, সরকার যেহেতু বলছে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে, তাদের  পক্ষ থেকে বলবে পুনঃনির্বাচন হবে না। আমরা জনগণ, দেবো না, দিতে হবে-এমনটি শুনতে শুনতে যাবো। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়। আমাদের দেশের রাজনীতি এমনই। একজন এক কথা বললে অন্যজন অন্য কথা বলে। কারণ আমাদের দেশে রাজনৈতিক কাঠামো নেই বা থাকলেও দুর্বল। জনগণের কাছেও রাজনৈতিক দলগুলোর গুরুত্ব কম। আবার রাজনৈতিক দলের কাছেও জনগণের গুরুত্ব কম। আমাদের হচ্ছে প্রশাসনিক রাষ্ট্র। রাজনীতিক ব্যক্তিরা কী বললো না বললো এটি নিয়ে জনগণ এখন আর মাথা ঘামায় না। বিএনপি এখন পুনঃনির্বাচন চাইতে পারে, আবার আওয়ামী লীগ না করতে পারে, এতে জনগণের কিছু যায় আসে না। জনগণ এটি নিয়ে কোনো আলোচনাও করে না। এগুলো রাজনৈতিক দলের ব্যক্তিগত সমস্যা হয়ে গেছে। এসব বিষয় জনগণ আর নিজের সমস্যা হিসেবে দেখে বলে আমার মনে হয় না। গণমাধ্যম আর রাজনীতিবিদরা মনে করে আন্দোলন করতে গেলে জনগণের সাপোর্ট লাগে। কিন্তু জনগণ এটি আর বিশ্বাস করে বলে আমার মনে হয় না। কারণ রাজনীতি তো জনগণকে খাওয়ায় না, পরায় না, নিরাপত্তা দেয় না। তাই তারা কেন রাজনীতি নিয়ে এতো আগ্রহ দেখাবে? দেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক এই নিয়ে জনগণের বিশেষ কোনো চিন্তা আছে বলেও আমি মনে করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়