শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের অনিরাপদ বিজ্ঞাপন নিষিদ্ধের আহ্বান

আব্দুর রাজ্জাক : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারকা অভিনেতাদের ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের বিভিন্ন বিজ্ঞাপন দেয়া হয়। এর অধিকাংশই অনিরাপদ ও দায়িত্বহীন দাবি করে নিষিদ্ধের আহ্বান জানিয়েছে ইংল্যান্ডের ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস)। গার্ডিয়ান

কিম কার্দেশিয়ান ও কেটি প্রাইসের মতো সেলিব্রেটিদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খাবার ও ঔষদের বিজ্ঞাপন দেয়া হয়। দাবি করা হয়, সেগুলো স্বাস্থ্যসম্মত ও উপকারি কিন্তু বিজ্ঞাপনের কারণে অনেক সময় তা অনিরাপদ ও দায়িত্বহীন হয়ে পড়ছে।

ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোতে বিজ্ঞাপনের জন্য তারাকারা অর্থ নিয়ে থাকেন এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে পণ্যগুলো কোনরকম যাচাই-বাছাই ছাড়াই মানুষ ক্রয় করছে। গ্রাহকরা এগুলো ক্রয় করায় বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এবং অনিরাপদ পণ্য মানুষের হাতে পৌঁছে যাওয়ার ভয় থাকে বলে জানিয়েছেন বৃটিশ প্রফেসর স্টিভ পয়িস।

যুবকদের আকৃষ্ট করে কোন স্বতন্ত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ক্ষতিকর পণ্য বাজারজাত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে যেনো ব্যবহার করতে না পারে সে ব্যাপারে অবশ্যই উদ্যোগ নিতে হবে। উদাহরণ স্বরুপ, চেহারার উজ্জলতা বাড়ানো ও ওজন কমানোর জন্য যে সকল ঔষধ বাজারজাত করা হয় তার অধিকাংশের পার্শপ্রতিক্রিয়া রয়েছে এবং এর মাধ্যমে ডায়রিয়াসহ পাকস্থালিতে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বলে স্টিভ পয়িস মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়