শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫২ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা চারের বাইরেও অঙ্ক আছে অনেক

কালের কন্ঠ :   চট্টগ্রাম পর্ব শেষে আজ যখন আবার ঢাকায় ফিরছে বিপিএল, তখন ডাবল লিগভিত্তিক প্রথম পর্বের শেষাঙ্কে এসেও নানা সমীকরণ। এ কারণেই এরই মধ্যে শেষ চার নিশ্চিত করে তিন দলও ঠিক নির্ভার নয়। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে চিটাগং ভাইকিংসও। কিন্তু রংপুরের শিরোপা ধরে রাখা কিংবা অন্যদের ট্রফি জেতার লক্ষ্যে সুবিধাজনক জায়গায় থেকে প্লে-অফ খেলার চিন্তাও কম নয়। সে ক্ষেত্রে পয়েন্ট তালিকার এক কিংবা দুই নম্বরে প্রথম পর্ব শেষ করতেও ভীষণ মরিয়া তারা।

কতটা? সেটি বোঝাতে রংপুর রাইডার্সের হেড কোচ টম মুডির কথা তুলে দিলেই হচ্ছে, ‘শেষ ম্যাচ জেতার ব্যাপারটি আমাদের আয়ত্তের মধ্যেই আছে। যদি আমরা সেই ম্যাচটি জিতি, তাহলে সেরা দুইয়ে থাকব। কিন্তু যদি না জিতি, তাহলে অন্য ম্যাচগুলোর ফলের ভিত্তিতে তৈরি হওয়া কম্বিনেশনের ওপর আমাদের নির্ভর করে থাকতে হবে। এ জন্য আমরা শেষ ম্যাচটি অবশ্যই জিততে চাই এবং থাকতে চাই এক-দুইয়ের মধ্যেই।’ এক-দুইয়ের মধ্যে থাকার সুবিধা অনেক। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। তাতে জিতে সোজা ফাইনালে যাওয়ার সুযোগ। হারলেও থাকবে ‘লাইফলাইন’। সে ক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যকার এলিমিনেটরে জিতে আসা দলের সঙ্গে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেটি জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। তা ছাড়া সেরা দুইয়ে থাকা দুই দলের একটি প্রথম কোয়ালিফায়ারে জিতে শিরোপার দুয়ারেও পৌঁছে যাবে এক ম্যাচ কম খেলেই। প্লে-অফ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত তাদের খেলতে হবে দুটি ম্যাচ।

তিন ও চার নম্বরে থাকা দলের একটি ফাইনাল পর্যন্ত গেলে খেলতে হবে তিনটি ম্যাচ। গতবার যেমন দীর্ঘ ও ক্লান্তিকর ডাবল লিগভিত্তিক পর্বের পর শিরোপা জেতার পথে এলিমিনেটরসহ তিনটি ম্যাচ খেলতে হয়েছিল রংপুর রাইডার্সকেও। সেবারও বর্তমান চ্যাম্পিয়নদের কোচের দায়িত্বে থাকা মুডি এবার তাই যেকোনো মূল্যে সেই ধকল এড়াতে চান। আজ আবার ঢাকার মাঠে বিপিএল গড়ানোর আগে শেষ চারের চতুর্থ দলটি নিশ্চিত হওয়া বাকি। চতুর্থ দল হওয়ার দৌড়ে অবশ্য ঢাকা ডায়নামাইটসই এগিয়ে আছে সবচেয়ে বেশি। টানা হারের মধ্যে থাকা দলটির পয়েন্ট ১০ এবং তাদের এখনো দুটি ম্যাচ বাকি। আজ দুপুর ২টায় এর প্রথমটিতে তারা মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াননের। আগামীকাল প্রথম পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের সবশেষ দল খুলনা টাইটানস। শেষ দুই ম্যাচের একটি জিতলেও ইতিমধ্যে সব ম্যাচ খেলে ফেলা রাজশাহী কিংসের (১২ পয়েন্ট) সমান পয়েন্ট হবে ঢাকার। সে ক্ষেত্রে শ্রেয়তর রানরেটই শুধু ২০১৬-র চ্যাম্পিয়নদের চতুর্থ দল হিসেবে তুলে নিতে পারে প্লে-অফে। বাকি দুই ম্যাচই জিতলে অবশ্য সরাসরিই যাবে শেষ চারে।

নিজেদের মাঠে টানা হারের মধ্যে থাকা চিটাগং ভাইকিংস চট্টগ্রাম পর্বের শেষ দিনে আবার জয়ে ফিরেছে। সেই সঙ্গে শেষ চার নিশ্চিত করা দলটির সামনেও এক-দুইয়ের মধ্যে থাকার প্রবল সম্ভাবনা। আজ সন্ধ্যা ৭টার ম্যাচে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়া সিলেট সিক্সার্সের। ২০১৫-র চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বাকি দুই ম্যাচ। আজ ঢাকা ডায়নামাইটসকে সামলানোর পর আগামীকাল দুপুরে তাদের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে কারা থাকবে, তা এই দুই দলের ম্যাচের ওপরও নির্ভর করছে অনেকখানি। তবে সেরা দুইয়ে না থেকেও যে শিরোপা জেতা যায়, তার প্রমাণও গতবার দিয়েছে রংপুর। কাজেই শীর্ষ দুই দলের মধ্যে থাকতে না পারলেও সব কিছু শেষ হয়ে যাবে না। কিন্তু শিরোপার পথ কিছুটা মসৃণ অন্তত হবে এক-দুইয়ে থাকতে পারলে। ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলা দল তিনটি অবশ্য এক ম্যাচ কম খেলে করতে চাচ্ছে তা-ই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়