আরএইচ রফিক, বগুড়া : বগুড়ার আদমদীঘির ইরামতি খালের পাড় এলাকা থেকে আব্দুল বারিক (২৮) নামের গৃহ নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে ।
নিহত আব্দুল বারিক আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন গৃহনির্মান কর্মী।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বরবড়িয়া ব্রীজের অদুরে ইরামতি খালের পাড়ে লাশ দেখে স্থায়ীয় লোকজন আদমদীঘি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ১০ টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
নিহত আব্দুল বারিকের পিতা মকবুল হোসেন বলেন, বুধবার সকলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে তার ব্যবহারিক মোবাইল ফোন বন্ধ পেয়ে আমরা অনেক খোঁজাখুজি করেও কোন খোজঁ পায়নি। বৃহস্পতিবার সকাল বেলা এলাকাবাসী আব্দুল বারিকের লাশ দেখতে পায়। তিনি আরোও বলেন, গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছে। একাদশ সংসদ নির্বাচনের আগে প্রতিপক্ষের হামলায় আমার ছেলে আব্দুল বারিক আহত হয়েছিল।
এই ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক )মনিরুল ইসলাম মনির এর ধারনা , নিহত আব্দুল বারিক মাদক সেবী হওয়ার কারনে মাদক সেবন করার সময় ষ্টোক করে মারা যেতে পারে। কারন নিহতের শরীরের কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রির্পোট পাওয়া গেলে প্রকৃত কারন জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা ।