শিরোনাম
◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা ◈ প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়!

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষষ্ঠ ও নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে নারীদের শরীরের আকৃতি ও রং নিয়ে যে লেখা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে : খুশী কবির

জুয়েল খান : নারী নেত্রী ও মানবাধিকার কর্মী খুশী কবির বলেছেন, পাঠ্যপুস্তকে নারীদের নিয়ে এমন লেখা বই থেকে সরিয়ে ফেলা উচিত। এটা সম্পূর্ণরূপে একটা ভুল তথ্য দিচ্ছে। এটা পুরো সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ষষ্ঠ  ও নবম-দশম শ্রেণির গার্হস্থ্য অর্থনীতির পাঠ্যপুস্তকে লেখা হয়েছে ফর্সা ও কালো মেয়েদের কোন ধরনের পোশাক পরলে নারীকে ভালো লাগবে, হ্যাংলা ও মোটা মেয়েরা তাদের দুর্বলতা ঢাকতে কী করতে হবে ইত্যাদি বিষয়। একইসাথে পাঠ্যপুস্তকে লেখা রয়েছে ফর্সা মেয়েদের সব ধরনের পোশাকেই ভালো লাগে এসব কথা। এ বইয়ে কালো মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। সভ্যতার এ যুগে এসে কালো-ফর্সা, হ্যাংলা-মোটা কোনো বৈষম্যের বিষয় হতে পারে না। যেখানে নারীকে একজন নারী নয় বরং একজন মানুষ হিসেবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, সভ্যতার এ পর্যায়ে এসে, ২০১৯ সালে যদি বাংলাদেশের পাঠ্যপুস্তকে নারীকে বৈষম্যের শিকার হতে হয় তাহলে আমাদের লজ্জার সীমা থাকে না। যেখানে দেশের প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার নারী  এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা আছেন। আমাদের দেশের সকল শিক্ষা ক্ষেত্রে পুরুষের সাথে নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে, যেখানে নারীরা এভারেস্ট জয় করছে সেখানে পাঠ্যপুস্তকে নারীদের নিয়ে এ ধরনের বৈষম্যমূলক লেখা খুবই অবমাননাকর। তিনি আরো বলেন, কারো আকার, রং এগুলো হলো নিজের বিষয়। এখানে কী কাপড় পরবে কী রঙের এগুলো কোনো বলার বিষয় নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়