শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে মনোয়নের জন্য এক ডজন চেয়ারম্যান প্রার্থীর আবেদন

এইচ এম মিলন, কালকিনি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আ’লীগের মনোনয়ন পাওয়ার আশায় প্রায় একডজন চেয়ারম্যান প্রার্থী স্থানীয় দলীয় কার্যালয় আবেদনপত্র জমা দিয়েছেন। ইতিহাসে এই প্রথম কোন নির্বাচনে এ উপজেলায় এতগুলো চেয়ারম্যান প্রার্থী হয়েছে বলে জানাযায়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন।

দলীয় সুত্রে জানাগেছে, আজ ৩১ জানুয়ারী দুপুর ১২টা পর্যন্ত ছিলো আ’লীগের মনোনয়ন পাওয়ার আবেদনপত্র দাখিলের শেষ দিন। এতে কালকিনি উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নতুন-পুরান মিলে মোট ১২জন হেবীওয়েট চেয়ারম্যান প্রার্থীরা আ’লীগের মনোনয়ন পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করেন।

আবেদনকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগ নেতা সৈয়দ আবুল বাশার, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি হিমু কাজী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, মজিবর রহমান হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা এসএম হানিফ, আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সুজন মন্ডল, রাহাত মাহামুদ ও আজাদ রেহমান।

তবে ওই সকল চেয়ারম্যান প্রার্থীরা যে যার মত করে ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যাচ্ছেন নৌকার টিকিট ছিনিয়ে আনার জন্য। কারন তারা একটা কথা মাথায় রেখে দৌড়ঝাপ চালাচ্ছেন তা হলো নৌকা পেলেই সহজে জয়লাভ করা যাবে।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন বলেন, শেষ দিন পর্যন্ত আমরা ১২জন চেয়ারম্যান প্রার্থীর আবেদন পেয়েছি আমাদের দপ্তরে। এ আবেদনপত্রগুলো ঢাকায় পাঠাবো। তারপর আমাদের নেত্রী ঠিক করবেন কে আ’লীগের মনোনয়ন পাবে। আমরা কিছুই বলতে পারবোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়