শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০২ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে মনোয়নের জন্য এক ডজন চেয়ারম্যান প্রার্থীর আবেদন

এইচ এম মিলন, কালকিনি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের কালকিনিতে আ’লীগের মনোনয়ন পাওয়ার আশায় প্রায় একডজন চেয়ারম্যান প্রার্থী স্থানীয় দলীয় কার্যালয় আবেদনপত্র জমা দিয়েছেন। ইতিহাসে এই প্রথম কোন নির্বাচনে এ উপজেলায় এতগুলো চেয়ারম্যান প্রার্থী হয়েছে বলে জানাযায়। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন।

দলীয় সুত্রে জানাগেছে, আজ ৩১ জানুয়ারী দুপুর ১২টা পর্যন্ত ছিলো আ’লীগের মনোনয়ন পাওয়ার আবেদনপত্র দাখিলের শেষ দিন। এতে কালকিনি উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নতুন-পুরান মিলে মোট ১২জন হেবীওয়েট চেয়ারম্যান প্রার্থীরা আ’লীগের মনোনয়ন পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করেন।

আবেদনকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগ নেতা সৈয়দ আবুল বাশার, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি হিমু কাজী, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, মজিবর রহমান হাওলাদার, উপজেলা আ’লীগ নেতা এসএম হানিফ, আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সুজন মন্ডল, রাহাত মাহামুদ ও আজাদ রেহমান।

তবে ওই সকল চেয়ারম্যান প্রার্থীরা যে যার মত করে ঠান্ডা মাথায় লড়াই চালিয়ে যাচ্ছেন নৌকার টিকিট ছিনিয়ে আনার জন্য। কারন তারা একটা কথা মাথায় রেখে দৌড়ঝাপ চালাচ্ছেন তা হলো নৌকা পেলেই সহজে জয়লাভ করা যাবে।

এ ব্যাপারে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন বলেন, শেষ দিন পর্যন্ত আমরা ১২জন চেয়ারম্যান প্রার্থীর আবেদন পেয়েছি আমাদের দপ্তরে। এ আবেদনপত্রগুলো ঢাকায় পাঠাবো। তারপর আমাদের নেত্রী ঠিক করবেন কে আ’লীগের মনোনয়ন পাবে। আমরা কিছুই বলতে পারবোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়