শিরোনাম
◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির ◈ ধর্মীয় সম্প্রীতির নামে সংঘাত, স্বর্ণমন্দিরে হামলা অভিযোগ নতুন রাজনৈতিক উত্তেজনার ঝুঁকি ◈ পশ্চিমবঙ্গের আত্রাই নদীতে বাঁধ ধসে বিপাকে স্থানীয়রা, প্রভাব পড়বে বাংলাদেশে ◈ আইন নিজের হাতে নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপির সতর্কবার্তা ◈ ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা, ৩ নেতাকে ছাড়িয়ে নিলেন মাসউদ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে দলে যুক্ত হলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক: ইমরুলকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হবে না বলেও ঐ সূত্রে জানানো হয়েছে। ফলে ১৫ সদস্যের বদলে ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই টিম বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।ইমরুল কায়েস সাম্প্রতিক সময়ে রয়েছেন ভালো ফর্মে। তবুও তাকে উপেক্ষা করে নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ দেওয়া হয়েছিল ফর্মহীনতায় ভোগা অনেক ব্যাটসম্যানকে। এ নিয়ে কয়েকদিন ধরে দেশের ক্রিকেট অঙ্গনে চলছিল তুমুল আলোচনা-সমালোচনা।

সর্বশেষ উইন্ডিজ সিরিজে খেলা যে তিনজন ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাননি তাদের একজন ছিলেন ইমরুল (অপর দুজন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু)। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে দলে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এ নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিলেন ইমরুল।

প্রসঙ্গত, স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ দিয়ে। সফরের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ যথাক্রমে ১৩, ১৬ ও ২০শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ম্যাকলেন পার্ক, দ্বিতীয়টি হ্যাগলি ওভাল আর শেষ ম্যাচটি ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে অনুষ্ঠিত হবে।

একনজরে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাঈম হাসান।

একনজরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি (২০১৯)-
ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি

প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ

  • সর্বশেষ
  • জনপ্রিয়