শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে দলে যুক্ত হলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক: ইমরুলকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হবে না বলেও ঐ সূত্রে জানানো হয়েছে। ফলে ১৫ সদস্যের বদলে ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই টিম বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।ইমরুল কায়েস সাম্প্রতিক সময়ে রয়েছেন ভালো ফর্মে। তবুও তাকে উপেক্ষা করে নিউজিল্যান্ড সিরিজের দলে সুযোগ দেওয়া হয়েছিল ফর্মহীনতায় ভোগা অনেক ব্যাটসম্যানকে। এ নিয়ে কয়েকদিন ধরে দেশের ক্রিকেট অঙ্গনে চলছিল তুমুল আলোচনা-সমালোচনা।

সর্বশেষ উইন্ডিজ সিরিজে খেলা যে তিনজন ক্রিকেটার নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাননি তাদের একজন ছিলেন ইমরুল (অপর দুজন আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু)। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে দলে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। এ নিয়ে প্রকাশ্যে হতাশাও প্রকাশ করেছিলেন ইমরুল।

প্রসঙ্গত, স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হবে একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজ দিয়ে। সফরের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ যথাক্রমে ১৩, ১৬ ও ২০শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ম্যাকলেন পার্ক, দ্বিতীয়টি হ্যাগলি ওভাল আর শেষ ম্যাচটি ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে অনুষ্ঠিত হবে।

একনজরে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ ওয়ানডে দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাঈম হাসান।

একনজরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি (২০১৯)-
ম্যাচ তারিখ
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি

প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ

  • সর্বশেষ
  • জনপ্রিয়