শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধিনিষেধ না মেনে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

মোহাম্মদ মাসুদ : গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুটি গ্রাম সিয়ানা ও গায়ধানা। ফসল উৎপাদনে সুনাম অর্জন করলেও বিধিনিষেধ না মেনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সার। এতে একদিকে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, অপরদিকে পরিবেশ থেকে ভোক্তা সবাই পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। সূত্র : ডিবিসি সংবাদ।

রঘুনাথপুর ইউনিয়নের সিয়ানা ও গায়ধানা গ্রামের যেদিকে চোখ যায় চারদিকে শুধু ফসলের ক্ষেত। এখানে আবাদ হচ্ছে লাউ, টমেটো, শসা, উচ্ছোসহ বিভিন্ন জাতের সবজি। তবে ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন করতে অবাধে রাসায়নিক সার ও কীটানশক ব্যবহার করছেন কৃষকরা।
দস্তানা, মুখোশ এবং পুরো দেহ আবৃত না রেখে কীটনাশক প্রয়োগ করে সবার আগে কৃষককেই এর পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হতে হচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, শুধু কৃষকরাই নন, এসব কীটনাশকয্ক্তু সবজি খেয়ে ভোক্তারাও সমান স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশেরও।

পরিবেশবিদ মশিউর রহমান বলছেন, মানুষের নানা ধরনের জটিল অসুখের অন্যতম বড় কারণ হচ্ছে ফসলে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার। এর থেকে বাঁচার জন্য আমাদেরকে জৈব কৃষিতে ফিরে যেতে হবে।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, সার কোম্পানির প্রচারণায় কৃষক বিষযুক্ত সার ব্যবহার করছেন। তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে কৃষককে ফসল উৎপাদনে প্রশিক্ষা দিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়