শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলজিইডিতে মাস্টাররোলে কর্মরত ৩৮২৩ জন আত্মীকরণ না করে আদালতের রায় অবমাননার অভিযোগ

মো. ইউসুফ আলী বাচ্চু : এলজিইডিতে মাস্টাররোলে কর্মরত সারাদেশে ৩৮২৩ জন কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ না করে আদালতে রায়কে উপেক্ষা করে গরিমসি করছেন বর্তমান প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলে অভিযোগ করেছে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার দুপুরে ঢাকা রির্পোটাস ইউনিয়নে স্বাধীনতা হলে আয়োজিত সংবাদ সম্মলনে তারা এ অভিযোগ করেন।

বক্তারা বলেন, এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের চাকরি রাজস্বভুক্তির বিষয় বেশ কিছু দিন ধরে কর্মতৎপরতা চালিয়ে আসছে, কিন্তু প্রধান প্রকৌশলী বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিয়ে সময়ক্ষেপণের মাধ্যমে ৩৮২৩ জনের পরিবারকে সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার হরণ করেছে। পাশাপাশি আদালতের রায়কে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন লোক নিয়োগের পায়তারা করছে। ইতোমধ্যে আদালতের রায়ের পরে ৩হাজার জন কর্মকর্তা কর্মচারী কে নিয়মিত করার পরে আরো ৮৪২ জনের পদ শুন্য সাপেক্ষে পদায়ন করার প্রজ্ঞাপন জসরি করা হলেও তা বাস্তবায়ন হয়নি।

তারা আরো বলেন, বর্তমানে প্রায় ৫হাজার শুন্য পদ রয়েছে। জনবকের অভাবে মাঠপর্যায় উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। আমরা ২০/২৫ বছর কাজ করপ আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্যও তা বাস্তবায়ন হচ্ছে না। আমরা সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন তথা ৩৮২৩ কর্মচারীর চাকরি অবিলম্বে স্থায়ীকরণের দাবি জানাচ্ছি।

পরবর্তী কর্মসূচি আগামী ৩১জানুয়ারি আদালতের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এলজিইডি ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়