শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে অবৈধভাবে চালিত যানবাহন থেকে তিন কোটি টাকার জরিমানা আদায়

সাত্তার আজাদ, সিলেট : সিলেটে অবৈধভাবে চালিত যানবাহনের কাছ থেকে পুলিশ প্রায় তিন কোটি টাকার জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে। এরমধ্যে শুধু সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে আড়াইকোটি টাকার উপরে জরিমানা আদায় করা হয়েছে। গত এক বছরে বিভিন্ন অভিযানে অবৈধভাবে চালিত যানবাহনের উপর থেকে এ জরিমানা আদায় করা হয়।

পুলিশ জানায়, সিলেট জেলার বিভিন্ন এলাকা ও সিলেট মেট্রোপলিটন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের দেয়া তথ্যে, গত এক বছরে বিভিন্ন অভিযান চালিয়ে অবৈধভাবে চালিত যানবাহনের বিরুদ্ধে ৬২ হাজার ৭৭৭টি মামলা করা হয়। এতে জরিমানা আদায় সাপেক্ষে পুরনোসহ ৫৮ হাজার ৪৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়।

এসব মামলা থেকে আদায় করা হয় ২ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৬০০ টাকা। এছাড়া একই সময়ে মেট্রোপলিটনের বাইরে সিলেট জেলা পুলিশ যানবাহনের উপর আরোপিত বিভিন্ন মামলা থেকে আদায় করে ৯৩ লাখ ৫০ হাজার ৯০০ টাকা। ব্যাংক চালানের মাধ্যমে এ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, হেলমেট না থাকলে প্রথম পর্যায়ে ২৫০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০০ টাকা, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকলে সর্বোচ্চ ১০০০, সর্বনিম্ন ২০০, মোটরসাইকেলে চালকসহ তিনজন হলে সর্বোচ্চ ১৫০০, সর্বনিম্ন ৫০০, বৈধ ফিটনেস না থাকলে ১৫০০, বৈধ রোড পারমিট না থাকলে ১৫০০, অতিরিক্ত গতিসীমার উপর ৫০০, কার্যক্ষেত্রে যানবাহনের বৈধ নাম পরিবর্তনপত্র না থাকলে ২৫০০, অবৈধ পার্কিংয়ে যানজটের সৃষ্টি করলে ৫০০, যানবাহনে হাইড্রোলিক হর্ণ থাকলে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

কার, বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএন্ডজি চালিত অটোরিকশা, ট্রাক, ট্রাকলরি, পিকআপভ্যান, লেগুনা ইত্যাদির উপর পুলিশ এসব অভিযান পরিচালনা করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) প্রসিকিউশন ইনচার্জ সার্জেন্ট আবু বাকার শাওন জানান, যানবাহন চালকদের সচেতনতা বাড়াতে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে এসব অভিযান পরিচালনা করা হয়। অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ করে মোটরসাইকেলের নজরদারি বাড়ানো হয়েছে। তাই এবছর মামলা-নিষ্পত্তি জরিমানার পরিমান আরো বাড়তে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়