শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:২৬ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘ফুড অ্যান্ড হসপিটালিটি এক্সপো’, শুরু ১৪ ফেব্রুয়ারী

স্বপ্না চক্রবর্তী : দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো-২০১৯’। বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে তিন দিনব্যাপী এই এক্সপো চলবে ১৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত।

মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু-হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের তত্ত¡াবধানে যৌথভাবে এ মেলা ও প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) ২ নম্বর হলে আয়োজিত হবে এই প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, বিহা’র সভাপতি এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের প্রধান নিবার্হী এইচ এম হাকিম আলী, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন, রেডিসন ওয়াটার ব্লু-ঢাকার মহাব্যবস্থাপক আলেকসান্দর হাসলার, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী, হোটেল সারিনার ব্যবস্থাপনা পরিচালক মাশকুর সরোয়ার, ঢাকা রিজেন্সির পরিচালক (এফএনবি) এ টি এম আহম্মেদ হোসেন, ওয়েস্টিন ঢাকার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেনসহ হোটেল ও হসপিটালিটি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোতে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালি এবং স্পেন থেকে ৭টি দেশের এক্সিবিটর, ১৫০টি ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ৫০ জন হোস্টেড বায়ার অংশ নেবেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান বলেন, এ ধরনের আয়োজন আমাদের দেশে এটিই প্রথম। এই আয়োজনে অনেক ‘ফুড আর্টিস্ট’ অংশ নেবেন। এমন আয়োজন বাংলাদেশের ট্যুরিজমখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এমন আরও কিছু ইভেন্ট আয়োজন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়